সংবাদসংস্থা মুম্বই:
এবার নেটফ্লিক্সে ‘সিকান্দর’
২০২৪-এ সালমান খানের একমাত্র ছবি ছিল ‘সিকান্দর’। এবার সেই ছবি আসছে ওটিটিতে। ২৫ মে থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘সিকান্দর’।শনিবার নেটফ্লিক্স ইন্ডিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, “শোনা যাচ্ছে অনেকেই ‘সিকান্দর’-এর জন্য অপেক্ষা করছিলেন? সিকন্দর এসে গেছে, এবার নেটফ্লিক্সে রাজত্ব করবে!”
ছবির গল্পে এক রাজা, সঞ্জয় রাজকোটের চরিত্রে সলমন, যিনি এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের বিরুদ্ধে লড়াইয়ে নামেন। পরিচালনায় এ আর মুরগাদস।কাস্টে রয়েছেন রাশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল, শারমন যোশি, প্রতীক বব্বর ও সত্যরাজ।
কবে আসছে বরুণের নতুন ছবি?
ডেভিড ধাওয়ান নতুন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হওনা হ্যায়’-এ নিয়ে আসছেন তার পরিচিত হাসি-মজার ফর্মুলা। টিপস ফিল্মস ও রমেশ তৌরানির সঙ্গে একবার ফের কাজ করছেন এই মাস্টার ডিরেক্টর। ছবির মুখ্য তিন তারকা: বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ে। এ ছবি মুক্তি পাবে ১০ এপ্রিল, ২০২৬-এ। ডেভিড ও বরুণ ধাওয়ানের এই যুগলবন্দি আবারও উপহার দেবে উচ্ছ্বাসভরা মজার গল্প, যেখানে থাকবে হাসির ফোয়ারা, প্রাণবন্ত গান আর ভালবাসার গল্প।
‘একাকীত্বে ভুগছিলেন মুকুল দেব!’
হিন্দি, পাঞ্জাবি ও দক্ষিণী সিনেমায় কাজ করা জনপ্রিয় অভিনেতা মুকুল দেব প্রয়াত হয়েছেন। এক সাক্ষাৎকারে মুকুলের ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা বিন্দু দারা সিং জানান, মুকুল দীর্ঘদিন একাকীত্বে ভুগছিলেন। কোনও শারীরিক রোগ ছিল না, তবে মাদকাসক্তি এবং হঠাৎ ওজন বেড়ে যাওয়া তাঁকে কষ্ট দিচ্ছিল। মুকুলের একটি মেয়ে রয়েছে, কিন্তু সে তাঁর সঙ্গে থাকতও না। মুকুল ‘সন অফ সর্দার ২’ ছবির মাধ্যমে ফিরছিলেন বড়পর্দায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে ছবির মুক্তির আগেই প্রয়াত হলেন তিনি। বিন্দু বলেন, “সে আমার টনি, আমি তার টিটো। তার অভিনয় দেখে দর্শকরা জুলাই মাসে ছবি মুক্তি পেলে হেসে লুটপাট হবে। কিন্তু সে-ই থাকবে না আমাদের মধ্যে, সেটাই দুঃখজনক।”
