সংবাদসংস্থা মুম্বই: 

প্রথম দিনেই কত আয় করল ‘সিকান্দর’? 

সলমন খানের নতুন সিনেমা ‘সিকান্দর’ ঈদের দিন মুক্তি পেয়েছে, আর প্রথম দিনেই বক্স অফিসে আয় করেছে ২৬ কোটি টাকা।  কিন্তু এটাই কি রেকর্ড ব্রেকিং ওপেনিং না কি প্রত্যাশার তুলনায় একটু কম? ‘সিকান্দর’-এর ওপেনিং ডে কালেকশন ২৬ কোটি টাকা, যা ভিকি কৌশলের ‘ছাওয়া’-এর (৩১ কোটি টাকা) চেয়ে পিছিয়ে! সিনেমাটির হিন্দি ভাষায় দর্শক উপস্থিতি ছিল মাত্র ২১.৬০%! সলমন খান দেড় বছর পর বড়পর্দায় ফিরেছেন, তাই ভক্তদের  প্রত্যাশা আকাশছোঁয়া! এখন দেখার বিষয়, আগামী দিনে ছবিটি গতি বাড়াতে পারে কি না! হিট না ফ্লপ? সময় বলবে সেকথা।

 

সঞ্জয়-সলমন কথা 

ঈদ মানেই সলমন খানের সিনেমা। এবারও সেই ঐতিহ্য বজায় রেখে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'সিকান্দর'। এ.আর. মুরুগাদোস পরিচালিত এই ছবি এসেছে প্রেক্ষাগৃহে। তবে তার আগেই এক বড়সড় ঘোষণা সেরেছিলেন সলমন! বলেছিলেন, " সিকান্দরের পর আরও বড় অ্যাকশন ছবি করছি। সেখানে অ্যাকশন হবে আরও আগ্রাসী, আরও বাস্তবধর্মী—আরও রগরগে! এই ছবিতে ইন্ডাস্ট্রির বড় ভাই সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করছি।” এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জয়। বললেন, "ফের একসঙ্গে আসছি আমরা দুই ভাই। আপনারা আমাদের 'সাজন' দেখেছেন, 'চল মেরে ভাই' দেখেছেন। এবার আমাদের রোয়াব-টাও দেখবেন! দুর্দান্ত অ্যাকশন ছবি। আমি খুব খুশি যে ২৫ বছর ফের আমার ভাইয়ের সঙ্গে আমি কাজ কর্তার সুযোগ পেয়ে।"

 


কাজ নেই অদিতির 


গত বছর মুক্তি প্রাপ্ত ‘হীরামন্ডি’ সিরিজ়ে ‘বিব্বোজান’-এর চরিত্রে অদিতির নাচ, ‘গজগামিনী’ চলন ও রূপের ছটায় মুগ্ধ নেটপাড়া। সে বছরই অভিনেতা সিদ্ধার্থকে বিয়ে করেন। তবে এত প্রশংসার পরেও প্রায় এক বছর বড় পর্দা থেকে দূরেই তিনি। কেন? অদিতি নিজেই জানিয়েছেন তাঁর হাতে কাজ নেই। নায়িকার কথায় - "আমি ভেবেছিলাম আমার কাছে একের পর এক কাজ আসবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। আমার কাছে একটি প্রস্তাব আসেনি।” তবে খুব তাড়াতাড়ি-ই ইমতিয়াজ আলির পরিচালনায় একটি প্রজেক্টে দেখা যাবে অদিতিকে।