সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---
শাহরুখের শোক!
বিষাণ সিং বেদীর মৃত্যুতে শোকপ্রকাশ শাহরুখ খানের। টুইটে কিং খান লেখেন, "যাঁদের অনুপ্রেরণায় সফল তাঁদের মধ্যে অন্যতম আপনি। জীবন, খেলাধুলো সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে অনেক কিছু শিখেছি। আপনার অভাব পূরণ হওয়ার নয়। যেখানেই থাকুন শান্তিতে থাকুন।"
শাড়িতে দেবী
পুডোয় শাড়িতে সেজে উঠল বিপাশা বসু-করণ সিং গ্রোভারের ফুটফুটে মেয়ে। মণ্ডপে মা-বাবার সঙ্গে এসেছিল অঞ্জলি দিতে। তখনই দেখা গিয়েছে, বিপাশা মেয়েকে রানিরঙা বেনারসিতে সাজিয়েছেন। বাঙালি ঐতিহ্য মেনে মেয়েকে সাজানোয় দারুণ খুশি অনুরাগীরা। দেবীর ছবি, ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
কঙ্গনার রাবণ বধ
কঙ্গনা রানাউত দশেরা উপলক্ষে দিল্লির বিখ্যাত ‘লবকুশ রামলীলা’য় রাবণবধে অংশ নেবেন। ‘লবকুশ রামলীলা’ কমিটির সভাপতি অর্জুন সিং জানিয়েছেন, লালকেল্লায় প্রতি বছর এই অনুষ্ঠান উদযাপিত হয়। ৫০ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা তির ছুড়ে রাবণের কুশপুত্তলিকা পোড়াবেন। গত মাসে সংসদে পাস হওয়া মহিলা সংরক্ষণ বিল বাস্তবে রূপায়িত করতেই কমিটির এই সিদ্ধান্ত।
শাহরুখের শোক!
বিষাণ সিং বেদীর মৃত্যুতে শোকপ্রকাশ শাহরুখ খানের। টুইটে কিং খান লেখেন, "যাঁদের অনুপ্রেরণায় সফল তাঁদের মধ্যে অন্যতম আপনি। জীবন, খেলাধুলো সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে অনেক কিছু শিখেছি। আপনার অভাব পূরণ হওয়ার নয়। যেখানেই থাকুন শান্তিতে থাকুন।"
শাড়িতে দেবী
পুডোয় শাড়িতে সেজে উঠল বিপাশা বসু-করণ সিং গ্রোভারের ফুটফুটে মেয়ে। মণ্ডপে মা-বাবার সঙ্গে এসেছিল অঞ্জলি দিতে। তখনই দেখা গিয়েছে, বিপাশা মেয়েকে রানিরঙা বেনারসিতে সাজিয়েছেন। বাঙালি ঐতিহ্য মেনে মেয়েকে সাজানোয় দারুণ খুশি অনুরাগীরা। দেবীর ছবি, ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
কঙ্গনার রাবণ বধ
কঙ্গনা রানাউত দশেরা উপলক্ষে দিল্লির বিখ্যাত ‘লবকুশ রামলীলা’য় রাবণবধে অংশ নেবেন। ‘লবকুশ রামলীলা’ কমিটির সভাপতি অর্জুন সিং জানিয়েছেন, লালকেল্লায় প্রতি বছর এই অনুষ্ঠান উদযাপিত হয়। ৫০ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা তির ছুড়ে রাবণের কুশপুত্তলিকা পোড়াবেন। গত মাসে সংসদে পাস হওয়া মহিলা সংরক্ষণ বিল বাস্তবে রূপায়িত করতেই কমিটির এই সিদ্ধান্ত।
