আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
'বর্ডার ২'-এর সঙ্গে জুড়ে গেল 'ধুরন্ধর ২'? একটা দেখতে গিয়ে দেখা যাবে আরেকটার ঝলক?
'ধুরন্ধর' মুক্তি পাওয়ার পর যেভাবে ব্যবসা করল, এবং গোটা গল্প দর্শকদের মধ্যে যেভাবে উন্মাদনা তৈরি করেছে তাতে ২০২৬ সালের সবথেকে বহু প্রতীক্ষিত ছবি হল 'ধুরন্ধর ২'। এবার জানা যাচ্ছে 'বর্ডার ২' ছবিটির সঙ্গে জুড়ে গেল 'ধুরন্ধর ২'! সত্যিই কি তাই? একটি রিপোর্টে দাবি করা হয়েছে 'বর্ডার ২' দেখতে গেলেই দেখা যাবে 'ধুরন্ধর ২' ছবিটির ঝলক। বর্তমানে এই তথ্যটি সমাজমাধ্যমে ভাইরাল। এক রেডইট ব্যবহারকারী প্রথমবার এই তথ্য প্রকাশ্যে আনেন। তবে ছবির নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। ফলে সত্যিই 'বর্ডার ২' দেখতে গেলে 'ধুরন্ধর ২' -এর ঝলক দেখা যাবে কিনা সময় সেটা ২৩ জানুয়ারি বোঝা যাবে।
'দৃশ্যম ৩'-এর পর এবার 'রেস ৪' থেকেও সরে গেলেন অক্ষয় খান্না?
'ধুরন্ধর' বক্স অফিসে হিট করতেই অক্ষয় খান্নাকে আগামীতে কোন ছবিতে দেখা যাবে আর কোনটায় নয়, তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। সম্প্রতি কানাঘুষোয় শোনা যাচ্ছিল 'রেস ৪' -এ সইফ আলি খান এবং অক্ষয় খান্না দুজনেই থাকবেন। তবে এবার জানা গেল, এই খবরটা ভিত্তিহীন। এই ছবিতে অক্ষয় খান্না মোটেই থাকছেন না। 'রেস ৪' ছবির প্রযোজক রমেশ তৌরানি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁদের তরফে অক্ষয় খান্নাকে এই ছবির প্রস্তাবই দেওয়া হয়নি। ফলে এই ছবিতে তিনি থাকছেন না। তবে সিদ্ধার্থ মালহোত্রা এবং সইফ আলি খান থাকবেন কিনা সেটা তিনি নিশ্চিত করেননি। বর্তমানে এই ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে।
আসছে 'খোলসা কা ঘোসলা ২', ছবির অর্ধেক কাজ শেষ করে কী জানালেন অনুপম খের?
আসছে 'খোলসা কা ঘোসলা ২'। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনুপম খেরকে। সদ্যই এই ছবির একটি শিডিউলের কাজ শেষ হয়েছে। আর সেই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে বর্ষীয়ান অভিনেতা অনুপম খের জানিয়েছেন তাঁর চরিত্রের ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। একই সঙ্গে তিনি ছবির গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন। পোস্ট করেছেন ছবির সেটের কিছু ঝলকের কোলাজ। 'খোলসা কা ঘোসলা ২' ছবিতে অভিনেতাকে খোসলার চরিত্রে দেখা যাবে। তাঁর সঙ্গে থাকবেন রণবীর শোরে, কিরণ জুনেজা, প্রবীণ দাবাস।
