সংবাদসংস্থা মুম্বই: 

বনশালি-করিনা কথা

সঞ্জয় লীলা বনশালির সঙ্গে সম্পর্ক নিয়ে এই প্রথম খোলাখুলি মন্তব্য করলেন করিনা কাপুর খান। সোজাসাপটা কথা বলতেই ভালবাসেন করিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আর সঞ্জয় লীলা বনশালির সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। করিনার স্পষ্ট স্বীকারোক্তি— “আমাদের সম্পর্কটা একদিক দিয়ে খুব মধুর, আবার অন্যদিকে বেশ জটিলও। ওর সঙ্গে আমার সম্পর্ক আসলে ভালবাসা আর যুদ্ধের মিশেল।”

 

মনোজ-উবাচ

"মানে, যা খুশি একটা বলে দিলেই হল!" — 'রং দে বসন্তী' ছবি নিয়ে ওঠা গুঞ্জনে এককথায় জবাব দিলেন মনোজ বাজপেয়ী।‘রং দে বসন্তী’তে প্রথমে আমির খান নয়, মনোজ বাজপেয়ীকেই ভাবা হয়েছিল—এই দাবিতে ফের চড়েছে গুঞ্জনের পারদ! এমনই দাবি করেছিলেন ছবির সহ-চিত্রনাট্যকার কমলেশ পাণ্ডে। গুজব ছড়াতেই এবার নিজেই মুখ খুললেন মনোজ বাজপেয়ী। বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ সেই সম্পর্কিত একটি লিংক শেয়ার করে অভিনেতা এক লাইনেই মুছে দিলেন গুঞ্জনের ঝড়। স্পষ্ট লিখলেন, “মানে, যা খুশি একটা বললেই হল!” এই মন্তব্যেই পরিস্কার, এসব খবরকে তিনি গুরুত্ব দিতেই নারাজ!

 

 

 

পিছিয়ে গেল সোনাক্ষীর ছবি মুক্তি

 

সোনাক্ষী সিনহা অভিনীত অতিপ্রাকৃত থ্রিলার ‘নিকিতা রায়’-এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হল। আগে ঠিক হয়েছিল ২০২৫-এর ২৭ জুন প্রেক্ষাগৃহে আসবে এই ছবি। কিন্তু নির্মাতারা জানিয়ে দিলেন, নতুন তারিখ ১৮ জুলাই, ২০২৫।

এক বিবৃতিতে প্রযোজক সংস্থা জানিয়েছে—“একাধিক সিনেমার সঙ্গে একসঙ্গে মুক্তি পাওয়ায় স্ক্রিন ভাগাভাগির সমস্যায় পড়েছি আমরা। ইন্ডাস্ট্রির শুভাকাঙ্ক্ষী, ডিস্ট্রিবিউটর আর এক্সিবিটরদের পরামর্শে আমরা সিদ্ধান্ত নিয়েছি ছবির মুক্তি পিছিয়ে ১৮ জুলাই করা হবে, যাতে আরও বড় দর্শকসংখ্যার কাছে পৌঁছাতে পারি।”