সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
বিয়ের পিঁড়িতে সোনাক্ষী
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বহুদিনের চর্চিত প্রেমিক জাহির ইকবালের সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী ২৩ জুন সোনাক্ষী ও জাহিরের বিয়ের আসর বসবে মুম্বইয়ের বিলাসবহুল পাঁচতারা হোটেলে। ইতিমধ্যেই আমন্ত্রিত বহু তারকা। প্রেম প্রসঙ্গে বরাবরই মুখে কুলুপ এঁটেছিলেন এই জুটি। এবার বিয়ের খবর প্রকাশ হতে দুজন একসঙ্গে নেটিজেনদের সামনে ধরা দেবেন কি?
বুর্জ খলিফায় 'চন্দু'
অভিনেতা কার্তিক আরিয়ানের পরবর্তী ছবি 'চন্দু চ্যাম্পিয়ন'-এর জন্য এই মুহূর্তে লাইমলাইটে রয়েছেন তিনি। আগামী ১৪ জুন বড়পর্দায় মুক্তি পাবে কার্তিক আরিয়ান অভিনীত নতুন ছবি চন্দু চ্যাম্পিয়ন। সিনেমার ট্রেলার ও গান এই ছবির প্রতি দর্শকের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি বুর্জ খলিফায় হয়ে গেল কার্তিকের সিনেমার গ্র্যান্ড প্রমোশন। সিনেমার প্রচারের সঙ্গে অগ্রিম বুকিংয়ের বার্তাও দেখা গেল। বুর্জ খলিফায় নিজের ছবির প্রচার দেখে আবেগপ্রবণ কার্তিক আরিয়ান।
হুমকির মুখে আমির পুত্র
আমির পুত্র জুনেইদ খান 'মহারাজ'-এর মাধ্যমে তাঁর ডেবিউ করতে চলেছেন। কিন্তু মুক্তির আগেই বাধার মুখে পড়লেন অভিনেতা। বজরং দলের তরফে তাঁকে হুমকি দেওয়া হয় ছবিটি ব্যক্তিগত স্ক্রিনিং-এর জন্য। কারণ, এই ছবির মাধ্যমে নাকি এমন কিছু নেতিবাচক দিক উঠে আসবে যা তাঁরা চান না। এই ঘটনার পর 'মহারাজ'-এর স্ক্রিনিং প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি জুনেইদ।
'মুমতাজ' রূপে ঐশ্বর্য
সৌন্দর্যের তকমা দিতে এখনও অভিনেত্রী ঐশ্বর্য রাই-এর নাম ব্যবহার করা হয়। এই মুহূর্তে অভিনয় জগতে থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে তাঁর লুক ভাইরাল হয়েছিল নেট মাধ্যমে। সম্প্রতি আবারও ঐশ্বর্যর একটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অপ্রকাশিত ছবি 'তাজ মহল' থেকে 'মুমতাজ'-এর চরিত্রে অভিনেত্রীর লুক টেস্টের ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকে আবার ঐশ্বর্যকে 'মুমতাজ'-এর চরিত্রে দেখতে চেয়েছেন।
