সংবাদসংস্থা মুম্বই:
কবীরের ‘জাতীয়’ মন্তব্য!
‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির মুক্তির এক বছর পূর্ণ হল। যুদ্ধবীর এবং প্যারালিম্পিক চ্যাম্পিয়ন মুরলিকান্ত পেটকরের ফিনিক্সের মতো জয়যাত্রাকে রূপালী পর্দায় তুলে এনেছিলেন পরিচালক কবির খান। আর সেই যাত্রার কেন্দ্রবিন্দুতে ছিলেন কার্তিক আরিয়ান, যাঁর অভিনয় এখনও বলিউডে প্রশংসিত হচ্ছে—কেরিয়ারের সেরা পারফরম্যান্স বলেই অনেকেই মনে করছেন। কবীর বললেন, "আমি দেখছি এখন জাতীয় পুরস্কার নিয়ে কথা শুরু হয়েছে—প্রথমে এটা ছিল অনলাইন ফ্যান ক্লাবের মধ্যে, এখন সেটা অনেক জায়গাতেই শোনা যাচ্ছে। আমার প্রশ্ন, 'এটাই যদি না হয়, তবে আর কোন পারফরম্যান্স জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য?" কবীরের সাফ কথা - “যদি কোনও পারফরম্যান্স গোটা দেশকে নাড়া দেয়, এবং একজন সত্যিকারের নায়ককে আবার জাতীয় স্মৃতিতে ফিরিয়ে আনে, তাহলে সেই অভিনয়কে স্বীকৃতি দেওয়া উচিত।"
শর্বরীর ‘জন্মদিনের সেরা উপহার’
ইমতিয়াজ আলি ফিরছেন, এবং সঙ্গে নিয়ে আসছেন আবারও দিলজিত দোসাঞ্জকে! ‘ অমর সিং চমকিলা’র পর ফের একসঙ্গে কাজ করছেন এই জুটি, আর এবারও রয়েছে চমকপ্রদ কাস্টিং! নতুন ছবিতে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, বেদাং রায়না, আর শর্বরী ওয়াঘ—এই প্রজন্মের অন্যতম প্রতিভাবান মুখ। আর এই ঘোষণা এল শর্বরীর জন্য যেন জন্মদিনের উপহারের মতোই! নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, “এই খবরটা আমার জন্মদিনেই এল! এটাই জন্মদিনের সেরা উপহার! আমি তো বরাবর ইমতিয়াজ আলি স্যারের পরিচালনায় কাজ করার স্বপ্ন দেখেছি… আজ সেটা সত্যি হতে চলেছে! এই টিমের অংশ হতে পারাটা সত্যিই এক স্বপ্নের মতো…” ২০২৬ সালের এপ্রিলে মুক্তি পাচ্ছে ইমতিয়াজের এই নতুন ছবি, যার শুটিং শিগগিরই শুরু হবে বলে জানা গিয়েছে। ছবির নাম এখনও ঘোষণা হয়নি, তবে এক ঝাঁক বিস্ফোরক পারফরম্যান্সের অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।
আলিয়ার ‘ওয়ার’ প্রস্তুতি
আলিয়া ভাট এবং শর্বরী একসঙ্গে ধরা দেবেন এক হাই-এনার্জি ডান্স সিকোয়েন্সে, যেটি তৈরি হচ্ছে যশরাজ ফিল্মস-এর আসন্ন অ্যাকশন থ্রিলার ‘আলফা’-র জন্য। ইতিমধ্যেই দু’জন নায়িকাই নতুন লুকে, জোরকদমে মহড়া শুরু করে দিয়েছেন—আর এই গানের পেছনে চলছে বিশাল প্রস্তুতি।” সূত্রের খবর অনুযায়ী, গত দু’মাস ধরে আলিয়া ও শরভরী মুম্বইয়ের যশ রাজ ফিল্মস স্টুডিওতে রিহার্সাল করছেন। কোরিওগ্রাফির শক্তিশালী স্টেপগুলো ঠিকঠাক ফুটিয়ে তোলার জন্য ফিটনেস থেকে শুরু করে ফর্ম—সবকিছুতেই দিচ্ছেন নজর। সূত্রের খবর, গানটা নাকি বেশ শ্বাসরুদ্ধকর। শুরু থেকেই পরিকল্পনা ছিল এমন একটি গান তৈরি করা, যেখানে আলিয়া ও শর্বরী, দু’জনেই অ্যাকশনের পরিবেশে নজরকাড়া পারফরম্যান্স দেবেন—আর ঠিক সেভাবেই দৃশ্যপটে তৈরি হচ্ছে ছবিটা।
