সর্দার’-এর প্রশংসায় পঞ্চমুখ সুনীল

লন্ডন শহরে জমে উঠল বলিউডের হুল্লোড়! একদিকে অজয় দেবগণ, অন্যদিকে সুনীল শেট্টি—আর সঙ্গী সুনীল-পুত্র আহান। তিন প্রজন্ম একসাথে দেখলেন ‘সন অফ সর্দার ২’। আর তারপরে কী হল জানেন? হেসে হেসে গড়াগড়ি খাওয়া! সোশ্যাল মিডিয়ায় রীতিমতো দম ফাটানো রিভিউ শেয়ার করেছেন সুনীল শেট্টি। লিখেছেন— “সব জায়গা ছেড়ে লন্ডনেই এই পাগলামো হল! অজয়, জাসসি (সম্ভবত চরিত্রের নাম), আর আহান—সবাই মিলে দেখে ফেললাম ‘সন অফ সর্দার ২’। কেমন হেসেছি বলে বোঝাতে পারব না!”

সুনীল আরও লিখেছেন—“ওই বর্ডার সিকোয়েন্সটা... এক কথায় হাই-লেভেল কমেডি! অজয় যে টেকটা আমার দিকে করলি, আমি আর আহান দুজনেই হেসে লুটোপুটি! এইরকম ফিল্ম খুব কম আসে যেখানে বাবা-ছেলে একসঙ্গে  হেসে কুটিপাটি!”

 

শেষে অজয়ের প্রশংসায় পঞ্চমুখ সুনীলের মন্তব্য—“এ.জে, তুই-ই পারিস এইরকম পাগলামোকে স্টাইল দিয়ে ক্যারি করতে!”

তা কে কে আছেন এই মজাদার মাদার অফ কমেডিতে? পরিচালক বিজয় কুমার অরোরার সন অফ সর্দার ২-তে এবার একঝাঁক পাওয়ার-প্যাকড তারকা! রবি কিষণ, সঞ্জয় মিশ্র, ম্রুণাল ঠাকুর, নিরু বাজওয়া, চাঙ্কি পাণ্ডে, কুবরা সেত, দীপক ডোবরিয়াল, বিন্দু দারা সিং, রোশনি ওয়ালিয়া, শরৎ সাক্সেনা, সাহিল মেহতা এবং প্রয়াত মুকুল দেব। এদিন অর্থাৎ শুক্রবার মুক্তি পেয়েছে  ‘সন অফ সর্দার ২’—মজা, পাগলামো আর হুল্লোড়ের ভরপুর মিশেল!


‘কিয়ারা-ডে’ 

জন্মদিনে কিয়ারা আদবানি পেলেন জীবনের সবচেয়ে বড় উপহার—মা হওয়ার অনুভব! সদ্য মা হওয়ার পর এই প্রথম জন্মদিন পালন করলেন অভিনেত্রী, আর পাশে ছিলেন—সন্তান, স্বামী সিদ্ধার্থ মালহোত্রা, আর বাবা-মা।৩৪-এ পা দিলেন কিয়ারা ৩১ জুলাই। আর সেই দিনেই ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে অভিনেত্রী জানালেন তাঁর জীবনের "সবচেয়ে স্পেশাল জন্মদিনের" কথা।“আমার জীবনের সবচেয়ে স্পেশ্যাল জন্মদিন… পাশে আমার সন্তান, আমার স্বামী, আর আমার বাবা-মা। দুটো প্রিয় গান বাজছে বারবার… আর সামনে এক নতুন বছরের দরজা খুলছে।” – লিখলেন কিয়ারা, লাল হৃদয় আর হাতজোড়া ইমোজি দিয়ে।

 

কিয়ারার জন্মদিনের কেকও ছিল দারুণ স্পেশ্যাল! সাদা কেকের উপর এক মা-র ছবি—বুকে জড়িয়ে ধরেছেন সদ্যোজাত শিশুকে। আর কেকের ওপরে লেখা—“হ্যাপি বার্থডে কি! দুরন্ত একজন মা। ”
নতুন মায়ের জীবনের নতুন অধ্যায়কে যেন মিষ্টিভাবে ছুঁয়ে গেল সেই কেক।ভক্তদের জন্য ছিল জন্মদিনের ‘সারপ্রাইজ গিফট’ও! এই দিনেই মুক্তি পেল ওয়ার ২ ছবির প্রথম গান! সব মিলিয়ে নতুন জীবনের, নতুন ছবির আর নতুন রোমাঞ্চের সূচনা কিয়ারার জীবনে। “অনেক কৃতজ্ঞ… অনেক আশীর্বাদধন্য বোধ করছি। ধন্যবাদ সবাইকে, এত ভালোবাসা আর শুভেচ্ছা জানানোর জন্য।” – লিখেছেন কিয়ারা আদবানি।


ফের ট্রোলারদের কবলে উর্বশী

লন্ডনে চুরি গেল উর্বশীর বহুমূল্য ব্যাগ!  উইম্বলডনে টেনিস দেখেই ফিরছিলেন এই বলি অভিনেত্রী। কিন্তু লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে নামতেই আটকে উঠলেন—চুরি গেছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলার আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্যাগ! আর সেই নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন ইনস্টাগ্রামে।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে উর্বশী লেখেন“অন্যায় সহ্য করলে, বারবার অন্যায়ই হবে। উইম্বলডন থেকে ফিরছিলাম, গ্যাটউইক বিমানবন্দরে বিমান থেকে নামার পর আমাদের ব্রাউন ব্যাগেজ চুরি গিয়েছে বেল্ট থেকে। ব্যাগ ট্যাগ আর টিকিট উপরে আছে। দয়া করে এটা খুঁজে বের করুন।”
সঙ্গে জুড়ে দেন ব্যাগের ছবি, ফ্লাইট টিকিট ও ব্যাগ ট্যাগের স্ন্যাপশট। ট্যাগ করেন লন্ডন পুলিশ, বিমান সংস্থা সাপোর্ট ও গ্যাটউইক এয়ারপোর্টের ইনস্টা হ্যান্ডেল।

কিন্তু আসল মজা শুরু নেটপাড়ায়!
উর্বশীর সিরিয়াস অভিযোগ নিয়ে কমেডি চালু করেন নেটিজেনরা—  “উইম্বলডনে ব্যাগ হারালেন এই প্রথম কোনও ভারতীয়!”
 “তোমার ব্যাগের সঙ্গে লাবুবু পুতুলগুলো ঠিক আছে তো !”
“প্রথমে আই ফোন, এখন ব্যাগ... এরপর কি বিমান চুরি যাবে?”

উল্লেখ্য, কিছুদিন আগেই উইম্বলডনের উইমেনস ফাইনালে হাজির হয়ে নজর কেড়েছিলেন উর্বশী। আইভরি মিডি ড্রেস আর হ্যান্ডব্যাগে ঝোলানো চার চারটি রঙিন Labubu ডল— পুরো লুক নিয়েই সোশ্যাল মিডিয়ায় চর্চা চলেছিল বিস্তর।