অভিনয়কে বিদায় স্বরার?
বলিউডে “তনু ওয়েডস মনু”, “নিল বাট্টে সন্নাটা” আর “প্রেম রতন ধন পায়ো”–র মতো ছবিতে নজরকাড়া অভিনয় করে নিজের জায়গা পাকা করেছিলেন স্বরা ভাস্কর। কিন্তু এখন তাঁকে যতটা বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায়, ততটা আর পর্দায় সেভাবে দেখা যায় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, আজকাল আর নতুন ধরনের সব চরিত্র খোঁজার পিছনে ছুটছেন না।

২০২৩ সালে প্রথম সন্তানের মা হন স্বরা। কন্যা রাবিয়ার জন্মের পর তাঁর জীবন ও দৃষ্টিভঙ্গি আমূল বদলে গিয়েছে। এক সাক্ষাৎকারে স্বরা জানান—“আমি একরকম ‘আইডেন্টিটি ক্রাইসিস’-এর মধ্যে দিয়ে গিয়েছি। হয়তো সব মহিলা মায়েরা এরকম এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, কিন্তু কেউ আগে থেকে বোঝায় না। এটা নিজের ভেতর দিয়ে না গেলে বোঝা যায় না। মা হওয়ার সবচেয়ে কঠিন দিকটা ছিল—আমি কে, সেটা না জানা। আমি সবসময়ই প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী, কাজপাগল ছিলাম। শুটিং না থাকলেও কখনও আন্দোলনে থাকতাম, কখনও আন্দোলনের পরিকল্পনা করতাম। এখন যেন নিজেকে নতুন করে চিনতে হচ্ছে।” স্বরা স্পষ্ট জানিয়ে দিলেন—ফিল্মে সুযোগের পিছনে তিনি আর দৌড়চ্ছেন না —“আগে হয়তো আমি ফিল্মের পিছনে ছুটতাম, এখন নয়। এখন আমার কাছে সবচেয়ে বড় দৌড়টা আর্থিক স্থিতিশীলতার জন্য। বাবা-মা হিসেবে সন্তানের জন্য একটা নিরাপদ ঘর তৈরি করতে চাই। কাজ অবশ্যই করতে চাই, কিন্তু আর তাড়াহুড়ো নেই। আমি কোথাও ফিরে যেতে চাই না। আমি মা হয়েছি, আমার মেয়েটি চিরকাল আমার জীবনের অংশ। যতদিন বাঁচব, আমি একজন মা।”
‘ওয়ার ২’-এর হাল হকিকত
হৃতিক রোশন আর জুনিয়র এনটিআরকে একসঙ্গে বড়পর্দায় দেখার উত্তেজনা আকাশছোঁয়া হলেও, বাস্তবের ছবিটা বক্স অফিসে খানিকটা ভিন্ন। কিয়ারা আদবানি-সহ অভিনীত ওয়ার ২ মুক্তি পেয়েছে ১৪ অগস্ট, আর একেবারে সামনে দাঁড়িয়ে ক্ল্যাশ করেছে রজনীকান্তের বহুল প্রতীক্ষিত কুলি-র সঙ্গে।

প্রথম দিনের ঝড়:
মুক্তির দিনেই ছবিটি বাজিমাত করেছিল— ৫২ কোটি টাকার দাপট!
দ্বিতীয় দিনের উত্থান:
শনিবার আরও ১০.২৯% বেড়ে গিয়ে আয় দাঁড়ায় ৫৭.৩৫ কোটি টাকা।
তৃতীয় দিনের ধাক্কা:
কিন্তু রবিবারই যেন ব্রেক কষল ‘ওয়ার ২’। আয় নেমে এল ৩৩ কোটি টাকাতে (আনুমানিক)। হিন্দি বাজারে ওইদিন ছবির মোট অকুপ্যান্সি ছিল মাত্র ৩১.৪২%।
তিন দিনে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৪২.৩৫ কোটি টাকা।
এদিকে, রজনীকান্তের কুলি যেন দাপটেই এগিয়ে চলেছে। ছবিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রায় ₹৩০০ কোটির ব্যবসা করেছে। ফলে তুলনায় ‘ওয়ার ২’ অনেকটাই পিছিয়ে পড়েছে।
তবে ট্রেড বিশেষজ্ঞরা বলছেন, প্রথম সপ্তাহান্তের পর ছবির ভাগ্য ঘুরতেও পারে।
রাজস্থানে জুটিতে ভিকি-রণবীর
‘সঞ্জু’-র পর ফের একসঙ্গে রণবীর কাপুর আর ভিকি কৌশল। পরিচালক সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত ছবি লভ অ্যান্ড ওয়ার-এর নতুন শিডিউলের শুট চলছে জয়পুরে। সম্প্রতি, সেখানে হাজির হলেন ছবির দুই নায়ক। রাজস্থানের শহরে তাঁদের ক্যামেরাবন্দি করল পাপারাৎজি। যদিও ছবির নায়িকা আলিয়া ভাটকে এখনও দেখা যায়নি তাঁদের সঙ্গে।
রণবীরের চেহারায় এবার নতুন চমক— পার্টেড পাফড স্টাইলের চুলের সঙ্গে ঘন গোঁফ, সঙ্গে সাদা পোশাক, একেবারে সাদামাটা অথচ নজরকাড়া লুকে ধরা দিলেন অভিনেতা। অন্যদিকে, ভিকি কৌশলকে দেখা গেল একেবারে কুল-ক্যাজুয়াল পোশাকে— টুপি, রোদচশমা সাজানো ছিমছাম লুক। এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় হঠাৎ পাপারাৎজিদের চোখে পড়েন দু’জনে। রণবীর ইশারায় ভিকিকে ডাকেন। ভিকি তখনও পাপসদের খেয়াল করেননি। তারপর দু’জনে একসঙ্গে দাঁড়িয়ে ক্যামেরার সামনে ভঙ্গি দেন, মুহূর্তে দর্শকদের মনে পড়িয়ে দিল সঞ্জু দিনের স্মৃতি।
ছবিটি ২০২৬ সালে মুক্তি পেতে চলেছে। তবে এখানেই শেষ নয়, সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। দক্ষিণী তারকা যশের ছবি টক্সিক-এর সঙ্গে একই দিনে মুখোমুখি হতে চলেছে লভ অ্যান্ড ওয়ার। গত মার্চে ফিল্ম এক্সিবিটর তরন আদর্শ এক্স-এ বড় আপডেট দিয়েছিলেন— দুই ছবি-ই নজর রাখছে ২০২৬ সালের ১৯ মার্চের তারিখে। সেই সময় পড়ছে উগাড়ি, গুড়ি পাড়ওয়া আর ঈদের লম্বা ছুটির উইকএন্ড।
