বক্স অফিসে কতটা দাপুটে ‘মালিক’?
রাজকুমার রাও, মানুষী চিল্লার ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘মালিক’ মুক্তি পেয়েছে গত শুক্রবার, এবং ইতিমধ্যেই ছবিটি প্রেক্ষাগৃহে নিজের জায়গা করে নিতে শুরু করেছে। সমালোচকদের কাছ থেকে মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলেও, বক্স অফিসে ছবিটির পারফরম্যান্স যথেষ্ট সন্তোষজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক মেগা-রিলিজ সুপারম্যান-এর সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে মালিক-কে, তবু প্রথম সপ্তাহান্তে ছবিটি যে ভাবে ধরে রেখেছে নিজেকে, তা প্রশংসনীয়। সাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে অর্থাৎ সোমবার ছবিটি আয় করেছে আনুমানিক ১.৩৪ কোটি, যা ছবিটির একদিনের হিসাবে এখনও পর্যন্ত সর্বনিম্ন। তবে সপ্তাহের প্রথম দিনে দর্শক সংখ্যা কমে যাওয়াটা বক্স অফিসে অস্বাভাবিক কিছু নয়।মুক্তির দিনে ছবির আয় ছিল ৩.৭৫ কোটি টাকা । শনিবার এবং রবিবারের দুই দিনেই আয় হয়েছে ৫.২৫ কোটি টাকা করে। সব মিলিয়ে, এখন পর্যন্ত ‘মালিক’-এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৫.৫৯ কোটি টাকা।
পুলকিত পরিচালিত এই সিনেমা তৈরি হয়েছে উত্তরপ্রদেশের আল্লাহাবাদকে কেন্দ্র করে। অ্যাকশন ও রাজনৈতিক থ্রিলারে মোড়া এই কাহিনিতে উঠে এসেছে লালসা, লয়ালটি আর টিকে থাকার রুক্ষ লড়াই। রাজকুমার রাও-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে, পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মানুষী চিল্লারের উপস্থিতিও প্রশংসিত।বিশেষজ্ঞদের মতে, মালিক তার বিষয়বস্তু ও শক্তিশালী পারফরম্যান্সের জোরেই দর্শকদের আকর্ষণ করতে পেরেছে। যদিও সোমবারে হাল্কা পতন দেখা গেছে, তবে প্রথম সপ্তাহের শেষে ছবিটি ₹২০ কোটির গণ্ডি ছুঁতে পারে বলেই অনুমান। এখন দেখার, দ্বিতীয় সপ্তাহেও ছবিটি একই রকম টান বজায় রাখতে পারে কি না।
ক্ষমাপ্রার্থী টাইগার!
অবশেষে মুখ খুললেন টাইগার শ্রফ। বহু প্রতীক্ষিত অ্যাকশন ফিল্ম ‘বাগি ৪’–এর ট্রেলার না আসা নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছিল, এবার স্বয়ং টাইগারই দিলেন আবেগঘন উত্তর। ইনস্টাগ্রামে একটি জোরালো পোস্টার শেয়ার করে জানালেন— “প্রতীক্ষার অবসান খুব তাড়াতাড়ি হতে চলেছে”।টাইগারের শেয়ার করা বাগি ৪-এর নতুন পোস্টারে বড় বড় হরফে লেখা—
“কোথায় বাগি ৪?” আর নিচেই খোলা হুঁশিয়ারি—“ সেপ্টেম্বর চলে এল প্রায়। দর্শকরা নিঃস্তব্ধতা নয়, ওদের ছবির ট্রেলার প্রাপ্য I” পোস্টারে সঙ্গে রয়েছে টাইগারের এক রক্তাক্ত ক্লোজআপ— রক্তে মাখা মুখ, তীব্র চোখের চাহনি, যা স্পষ্ট করে দিচ্ছে ‘বাগি’ ফ্র্যাঞ্চাইজির সেই ধ্বংসাত্মক অ্যাকশন ফিরে আসতে চলেছে।
ইনস্টাগ্রামের ক্যাপশনে টাইগার ফ্যানদের উদ্দেশ্যে লেখেন—“প্রিয় আর্মি, আপনাদের অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। প্রতিদিন আপনাদের মেসেজ আর পোস্ট দেখছি, আর সত্যি বলছি, আমিও ঠিক ততটাই উত্তেজিত আপনাদের সঙ্গে এই যাত্রা ভাগ করে নিতে! আমি কথা দিচ্ছি, অপেক্ষার মূল্য অবশ্যই মিলবে। খুব শীঘ্রই আসছে প্রথম প্রোমোর আনুষ্ঠানিক আপডেট। প্রস্তুত থাকুন বিস্ময়ের জন্য। পুনশ্চ– আপনারা যে পোস্টারগুলো বানাচ্ছেন, সেগুলো দেখে মন ভরে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। প্রায় সময় এসে পড়েছে।”
যদিও ‘বাগি ৪’-এর ট্রেলার এখনও প্রকাশ পায়নি, তবে জানা গেছে, ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। গত বছরের নভেম্বরে ছবিটি অফিসিয়ালি ঘোষণা করা হয়েছিল, যখন টাইগারের প্রথম লুক প্রকাশ্যে এসেছিল— একটি টয়লেটের মধ্যে রক্তাক্ত পরিবেশে বসে থাকা টাইগার, হাতে ছুরি, পাশে মদের বোতল— যে লুক নেটপাড়ার আলোচ্য বিষয়বস্তু হয়ে উঠেছিল।
প্রশ্ন আর প্রতীক্ষার পর এবার ‘বাগি ৪’-এর ঘনিয়ে আসা ট্রেলার ঘোষণা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে হু-হু করে। টাইগারের মতে, “প্রায় সময় হয়ে এসেছে”— অর্থাৎ যে কোনও দিন আসতে পারে সেই কাঙ্ক্ষিত ঝোড়ো ট্রেলার।

