সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

চার্জশিটে লরেন্স বিষ্ণোই

মুম্বই পুলিশ সোমবার ৮ জুলাই সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর কেসে চার্জশিট পেশ করল স্পেশ্যাল কোর্টে। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর এই চার্জশিটে মোট ৯ জনের নাম রয়েছে। মুম্বই পুলিশের তরফে এদিন ১৭৩৫ পাতার একটি চার্জশিট পেশ করা হয় যেখানে ৬ জন যাঁরা গ্রেফতার হয়েছে তাঁদের নাম সহ রয়েছে আরও ৩ জনের নাম। যেখানে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও। এই মুহূর্তে সংশোধনাগারে থাকার পরেও কীভাবে এল তাঁর নাম? এই নিয়েই ছড়িয়েছে রহস্যের জাল।

'স্পিরিট'-এ কোরিয়ার ভিলেন

পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার আসন্ন ছবি 'স্পিরিট'-এর মুখ্য চরিত্রে দেখা যাবে প্রভাসকে। বিপরীতে থাকতে পারেন রশ্মিকা মন্দানা। এবার এই ছবির খলনায়ককে ঘিরে এক নতুন তথ্য ফাঁস করলেন নির্মাতা। 'স্পিরিট'-এ খলনায়কের ভূমিকায় দেখা যাবে কোরিয়ান সুপারস্টার মা ডং সিয়ককে। বিশ্বে কোরিয়ান ড্রামার জনপ্রিয়তার কারণেই এই সিদ্ধান্ত। এই ছবির মাধ্যমে হিন্দি ও দক্ষিণী ছবির জগতে ডেবিউ হতে চলেছে মা ডং সিয়কের।

'কাকুদা'র ট্রোলিংয়ে মুখ খুললেন রিতেশ

ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক শুরু। রীতেশ দেশমুখ ও সোনাক্ষী সিনহা অভিনীত ভৌতিক, কমেডি ছবি 'কাকুদা' মুক্তি পেতে চলেছে ১২ জুলাই। ট্রেলার মুক্তির পর ছবিটি 'স্ত্রী' ও 'ভুলভুলাইয়া'র গল্পের সঙ্গে তুলনা করেছেন নেটিজেনরা। এই বিষয়ে মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে অভিনেতা রীতেশ দেশমুখ বলেন, "সমালোচকরা সবসময় বক্স অফিসে হিট ছবির সঙ্গে বাকি ছবির তুলনা করেন। কাকুদার গল্প সম্পূর্ণ ভিন্ন। ছবিটি না দেখে তাই মন্তব্য করা উচিত নয়।"