পরিণীতিকে বিশেষ উপহার আলিয়ার 

মা হতে চলেছেন পারিণীতি চোপড়া। এমন এক সময়ে সহ-অভিনেত্রী আলিয়া ভাট পাঠালেন এক মিষ্টি উপহার, যা পেয়ে উচ্ছ্বসিত হতে বাধ্য ‘ইশকজাদে’ অভিনেত্রী। শিশুদের জন্য আলিয়ার ব্র্যান্ড ‘এড-আ-মামা’ থেকে পাঠানো একটি বিশেষ গিফট হ্যাম্পার পেলেন পারিণীতি, যা তিনি শেয়ারও করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে লিখেছেন, “ধন্যবাদ!” একরাশ ভালবাসা আর কৃতজ্ঞতা ঝরে পড়েছে সেই সংক্ষিপ্ত বার্তায়।

 

 

আগস্ট মাসে পারিণীতি ও তাঁর স্বামী, রাজনীতিক রাঘব চাড্ডা, সোশ্যাল মিডিয়ায় এক সুন্দর ভিডিওর মাধ্যমে এই খবর প্রকাশ করেছিলেন। ক্যাপশনে লেখা ছিল— “আসছে আমাদের দুনিয়া...” তাঁদের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ অংশগ্রহণের কিছু সপ্তাহ পরেই এই ঘোষণাটি আসে, যেখানে তাঁরা মজা করে বলেছিলেন, “খুব শিগগিরই একটা ভাল খবর আসছে।” সেই থেকেই তাঁদের প্যারেন্টহুডের যাত্রা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে।

 

আরও পড়ুন:  হিন্দু জ্যোতিষীর পরামর্শেই ‘এ আর রহমান’ নামের জন্ম! দিলীপ কুমার থেকে নাম বদলে গোপন কথা ফাঁস অস্কারজয়ী  সুরকারের!


জারিনের দুঃখ


সলমন খানের বিপরীতে ২০১০ সালে ‘বীর’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী জারিন খান। এবার সোশ্যাল মিডিয়ার 'নোংরামি'র বিরুদ্ধে সরব হলেন। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিনেত্রী প্রকাশ্যে ধিক্কার জানালেন তাঁদের, যারা প্রায় প্রতিটি পোস্টের নিচে অশ্লীল ও বিকৃত মন্তব্যে ভরিয়ে দিচ্ছে তাঁর পেজ।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zareen Khan ????????✨???????? (@zareenkhan)