মা হতে চলেছেন পারিণীতি চোপড়া। এমন এক সময়ে সহ-অভিনেত্রী আলিয়া ভাট পাঠালেন এক মিষ্টি উপহার, যা পেয়ে উচ্ছ্বসিত হতে বাধ্য ‘ইশকজাদে’ অভিনেত্রী। শিশুদের জন্য আলিয়ার ব্র্যান্ড ‘এড-আ-মামা’ থেকে পাঠানো একটি বিশেষ গিফট হ্যাম্পার পেলেন পারিণীতি, যা তিনি শেয়ারও করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে লিখেছেন, “ধন্যবাদ!” একরাশ ভালবাসা আর কৃতজ্ঞতা ঝরে পড়েছে সেই সংক্ষিপ্ত বার্তায়।
আগস্ট মাসে পারিণীতি ও তাঁর স্বামী, রাজনীতিক রাঘব চাড্ডা, সোশ্যাল মিডিয়ায় এক সুন্দর ভিডিওর মাধ্যমে এই খবর প্রকাশ করেছিলেন। ক্যাপশনে লেখা ছিল— “আসছে আমাদের দুনিয়া...” তাঁদের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ অংশগ্রহণের কিছু সপ্তাহ পরেই এই ঘোষণাটি আসে, যেখানে তাঁরা মজা করে বলেছিলেন, “খুব শিগগিরই একটা ভাল খবর আসছে।” সেই থেকেই তাঁদের প্যারেন্টহুডের যাত্রা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে।
সলমন খানের বিপরীতে ২০১০ সালে ‘বীর’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী জারিন খান। এবার সোশ্যাল মিডিয়ার 'নোংরামি'র বিরুদ্ধে সরব হলেন। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিনেত্রী প্রকাশ্যে ধিক্কার জানালেন তাঁদের, যারা প্রায় প্রতিটি পোস্টের নিচে অশ্লীল ও বিকৃত মন্তব্যে ভরিয়ে দিচ্ছে তাঁর পেজ।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zareen Khan ????????✨???????? (@zareenkhan)
এক ভিডিও বার্তায় জারিন বলেন, “সবাইকে আমার প্রশ্ন, তোমাদের সঙ্গেও কী এমন হচ্ছে? আমি কিছু পোস্ট করলেই নীচে এমন মন্তব্য শুরু হয়ে যায়— কেউ জলের ফোঁটা বা পিচ ইমোজি দেয়, কেউ লেখে ‘সার্ভিস পাওয়া যাবে নাকি’, ‘ছেলেরা ঝাঁপিয়ে পড়ো’, ‘বাড়িতে একা ’। এসব কী হচ্ছে?” অভিনেত্রীর কণ্ঠে ক্ষোভ ও হতাশা স্পষ্ট । অভিনেত্রীর মতে, পোস্টের বিষয়বস্তু যাই হোক না কেন, অশালীন মন্তব্য যেন তাঁর পিছু ছাড়ে না। জারিন আরও বলেন, “আমি আনন্দের মুহূর্ত শেয়ার করি, কখনও ব্যক্তিগত কিছু লিখি, কখনও শোকবার্তা। কিন্তু মানুষ নোংরামি করবেই। কিছু মন্তব্য এতই বিকৃত, দেখে শিউরে উঠতে হয়”।
‘নতুন’ আহান
‘সইয়ারা’ ছবির রেকর্ডগড়া সাফল্যের পর নিজের মেকওভার করলেন বলিউডের নতুন হার্টথ্রব আহান পাণ্ডে। এবার তিনি নাম লিখিয়েছেন এক জমজমাট অ্যাকশন-লাভস্টোরি ছবিতে, যার পরিচালক স্বয়ং আলি আব্বাস জাফর এবং প্রযোজক আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মস।এই ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর যশ রাজ ফিল্মসের ব্যানারে ফিরছেন আলি আব্বাস জাফর। এর আগে আদিত্য চোপড়ার সঙ্গে তাঁর জুটি বলিউডকে উপহার দিয়েছিল মেরে ব্রাদার কী দুলহান, গুন্ডে, সুলতান এবং টাইগার জিন্দা হ্যায়- চারটি হিট ছবির পর যশ রাজ ফিল্মসের সঙ্গে তাঁর এটি পাঁচ নম্বর ছবি হতে চলেছে।
অন্যদিকে, ‘সইয়ারা’য় লম্বা চুল, গভীর চোখ আর নীরব রোমান্টিক অভিনয়ে দর্শকের মন জয় করেছিলেন আহান। কিন্তু নতুন ছবিতে তিনি একেবারে উল্টো মেজাজে – আরও ধারালো, মারমুখী ও অ্যাকশনে ভরপুর । এবার প্রেম নয়, রক্তগরম অ্যাডভেঞ্চারেই মাতাবেন তিনি।২০২৬ সালের গোড়ার দিকে শুরু হবে শুটিং। নাম এখনো ঘোষণা না হলেও, ছবিটি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। সূত্রের খবর, ছবিতে যেমন থাকছে অ্যাকশন, তেমনই থাকবে আবেগ, রোম্যান্স এবং সেই ‘যশ রাজ’ ঘরানার চিরচেনা মাধুর্য।