টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

নিষ্কলঙ্ক রাজ!
অবশেষে কলঙ্কমুক্ত রাজ কুন্দ্রা! সম্প্রতি ইডি এক রিপোর্টে জানিয়েছে, পর্ন দুনিয়ার সঙ্গে শিল্পা শেট্টির স্বামীর প্রত্যক্ষ কোনও যোগাযোগ নেই। নীল ছবির র্যাকেট চালিয়ে তিনি কোনও অবৈধ অর্থ লেনদেন করেননি। রাজের শ্যালক প্রদীপ বক্সী, হটশট অ্যাপের অফিসিয়াল প্রমোটার। এই ফার্মটি ভারতীয় শেল কোম্পানিগুলির সঙ্গে অসংখ্য লেনদেনে জড়িত বলে অভিযোগ।

ভুয়ো গুঞ্জন?
জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখছেন অগ্যস্ত নন্দা। এই ছবিই কি বচ্চন পরিবারের ভাঙন রুখে দিল? তেমনই দেখা গেল মঙ্গলবার সন্ধেয়। এদিন ছবিমুক্তি উপলক্ষে এক মঞ্চে বচ্চন পরিবার। অভিষেকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভাগ্নের জন্য প্রচারে সামিল ঐশ্বর্য রাই বচ্চনও। ছবি এবং ভিডিও দেখে চওড়া হাসি বচ্চন পরিবারের অনুরাগীদের মনে।

বিপাকে উরফি
‘ছোটে ছোটে কাপড়ে’ পরার জন্য পুলিশের হাতে গ্রেফতারির নকল ভিডিও তৈরি করেছিলেন উরফি জাভেদ। কেন করেছিলেন জানেন? জানা গিয়েছে, সবটাই করেছিলেন প্রশাসনিক প্রচারের স্বার্থে। চাইলেই কোনও ব্যক্তিকে গ্রেফতার করতে পারে না পুলিশ। এই বার্তা পৌঁছে দিতেই নাকি এত কাণ্ড!

ফিরছেন অমিতাভ-দীপিকা
‘পিকু’র পরে আবারও জুটিতে অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোন। ২০২১-এ শোনা গিয়েছিল, হলিউডি ছবি ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি সংস্করণে অমিতাভ-দীপিকা জুটি বাঁধবেন। অমিতাভর আগে এই চরিত্রে ঋষি কাপুরের অভিনয় করার কথা ছিল। তাঁর মৃত্যুতে অমিতাভর নাম উঠে আসে। টাটকা খবর, নতুন বছরে নাকি ছবির শুট শুরু হচ্ছে। হলিউডি ছবিতে এই দুই ভূমিকায় অভিনয় করেছিলেন অ্যান হ্যাথওয়ে এবং রবার্ট ডি নিরো।

ভেসে গেলেন আমির!
ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে বিপর্যস্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। এর প্রভাবে বানভাসি তামিলনাড়ুর চেন্নাই-সহ উপকূলবর্তী সাত জেলায়। মায়ের চিকিৎসার কারণে সেখানে আমির খান। চেন্নাই গিয়ে বন্যার কবলে পড়েছিলেন তিনিও। অবশেষে নৌকা নিয়ে তাঁকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনি। সাধারণ মানুষের মতোই নৌকায় চেপে নিরাপদ স্থানে পৌঁছোন আমির।

খুনের অভিযোগ
ছোটপর্দার অভিনেতা ভূপিন্দর সিং-এর বিরুদ্ধে খুনের অভিযোগ। উত্তরপ্রদেশের বিজনোরে গাছ কাটা নিয়ে বিবাদ শুরু। তার থেকে অনিচ্ছাকৃত খুনের দায় অভিনেতার উপর। খবর, ভূপিন্দর তাঁর রিভলবার থেকে এলোপাথাড়ি এক রাউন্ড গুলি চালান। যার ফলে এক জনের মৃত্যু হয়েছে। আহত তিন জন। নিহতের মামার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেফতার করেছে তাঁকে।