সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
অ্যাঞ্জেলিনাকে শুভেচ্ছা প্রিয়াঙ্কার
অ্যাঞ্জেলিনা জোলি এবং তাঁর মেয়েকে 'দ্য আউটসাইডারস'-এর জন্য শুভেচ্ছা জানালেন বলি ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। 'দ্য আউটসাইডারস'-এর প্রযোজনা করার জন্য প্রথমবার টনি অ্যাওয়ার্ড জিতলেন অ্যাঞ্জেলিনা। তাঁর এই সাফল্যে প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া।
কাকে বিলাসবহুল বাড়ি উপহার কঙ্গনার?
বলিউডের চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাওয়াত। নিজের কাজকর্ম থেকে শুরু করে তাঁর বলা কথার জন্য শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। এখন আর বিতর্ক নয়, এবার কঙ্গনা বিলাসবহুল বাড়ি উপহার দিলেন তাঁর সদ্য বিবাহিত ভাইকে। চন্ডিগড়ে বিলাসবহুল বাড়ির অন্দর সজ্জাও হয়েছে কঙ্গনার নির্দেশেই। ভাইয়ের নতুন বাড়ির গৃহ প্রবেশের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।
প্রীতিকে নিয়ে কী বললেন তাপসী?
স্পষ্টবাদী স্বভাবের জন্য বরাবরই পরিচিত অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি শিখর ধাওয়ানের টক শো'য়ে এসে প্রীতি জিন্টাকে নিয়ে তাপসী বলেন, "আমাকে প্রথমে বলিউডে আনা হয়েছিল কারণ আমি অনেকটা প্রীতি জিন্টার মতো দেখতে। তাই আমিও সবসময় চেষ্টা করতাম তাঁর মতো হওয়ার। কিন্তু পরে বুঝতে পারলাম আমায় নিজের জন্য কাজ করতে হবে। যাতে সবাই আমায় নিজের নামে চেনেন।"
