সংবাদসংস্থা মুম্বই: 

প্রথমবার একসঙ্গে মনোজ-সাকিব-অক্ষয় 

প্রথমবার একসঙ্গে কাজ করছেন মনোজ বাজপেয়ী, অক্ষয় ওবেরয় এবং সাকিব সেলিম। আপাতত গোপনীয়তার চাদরে ঢাকা ছবির প্লট, তবে তারকা জুটিকে দেখে ইতিমধ্যেই নেটিজেনদের কৌতূহলের পারদ চড়ছে চূড়ান্তে। এই অনটাইটেলড প্রজেক্টটি শুটিং শুরু করেছে মধ্যপ্রদেশের ভোপালে। মে আর জুন জুড়ে শুটিং চলবে দেশের নানা প্রান্তে—এই থ্রিলার জার্নি জুড়ে থাকবে বহুবিধ লোকেশন, নতুন চমক। ইনটেন্স পারফরম্যান্স আর ক্রাইম থ্রিলারের টানটান ছন্দ—এই ছবির ইউএসপি হতে চলেছে অভিনয় ও আবেগের দুর্দান্ত ককটেল।

 


‘যুদ্ধ-যুদ্ধ’ নাচ!

অ্যাকশনেই ছিল আগুন, এবার তাতে ঢালা হচ্ছে নাচের নুন-মরিচ! আসন্ন ব্লকবাস্টার ‘ওয়ার ২’-এ দর্শক দেখতে চলেছেন এক দুঃসাহসিক ডান্স ফেস-অফ —হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর-এর মধ্যে! সূত্র বলছে, জুন মাসেই শুরু হচ্ছে এই হাইভোল্টেজ গানটির শুটিং। পরিচালক অয়ন মুখার্জির হাত ধরে তৈরি হওয়া এই স্পাই ইউনিভার্সের বহু প্রতীক্ষিত ছবির এটা শেষ ধাপের কাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই ড্যান্স সিকোয়েন্সটি মার্চে হওয়ার কথা থাকলেও, হৃতিকের পায়ে চোট পাওয়ায় তা পিছিয়ে যায়। তবে এখন তিনি পুরোপুরি সেরে উঠেছেন, আর জুনের প্রথম সপ্তাহেই শুরু হবে মহড়া।

সূত্রের খবর, গানটির কোরিওগ্রাফি আর সেট ডিজাইন হবে গ্র্যান্ড স্কেলে। আগে থেকেই এই অংশের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ ছিল, তাই এবার পুরোদমে শুরু হচ্ছে শুটিং। গানটি শ্যুট হবে দশ দিনের মতো সময় ধরে, একেবারে জুনের শেষ দিকে।

 


মালয়ালম ছবিতে পা সাইয়ামির!

তেলুগু আর হিন্দি ছবিতে নজর কেড়ে এবার মালয়ালম ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন সাইয়ামি খের।  তাঁর বিপরীতে আসছেন রোশন ম্যাথিউ। মুম্বইতে ইতিমধ্যেই শুরু হয়েছে এই নামহীন নতুন প্রোজেক্টের শ্যুটিং। নতুন এই অধ্যায়ে সাইয়ামি অংশ নিচ্ছেন এমন এক ইন্ডাস্ট্রির যাত্রায়, যা বিখ্যাত তার গভীর গল্প বলা আর চরিত্রনির্ভর চিত্রনাট্যের জন্য। ‘মির্জিয়া’ কিংবা নাগার্জুনার বিপরীতে ‘ওয়াইল্ড ডগ’—এসব কাজের পর সাইয়ামি এখন পা রাখছেন মালয়ালম ইন্ডাস্ট্রিতে, যেখানে দেশজুড়ে তারকারা প্রতিনিয়ত নিজেদের নতুন করে খুঁজে পাচ্ছেন।

সূত্রের খবর, ছবিটিতে রোশন আর সাইয়ামি—দু'জনেই থাকছেন মুখ্যচরিত্রে এবং তাঁদের জন্যই লেখা হয়েছে এমন এক চিত্রনাট্য, যেখানে দু'জনেই সমান জায়গা পাবে এ ছবিতে উজ্জ্বল হয়ে ওঠার।