সংবাদসংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

৩১-এ আলিয়া
আজ, শুক্রবার ৩১ বছর হল আলিয়া ভাটের। জন্মদিনের আনন্দে ভেসেছেন বৃহস্পতিবার সন্ধে থেকেই। সঙ্গে স্বামী রণবীর কাপুর, এবং প্রিয়জনেরা। কাছের বন্ধু, আত্মীয়দের নিয়ে ডিনারও সেরেছেন। দেদার ছবি তুলে খুশি পাপারাজ্জিরাও। 

"লগান"-এ কিরণ

রোজ ভোর সাড়ে চারটেয় সেটে পৌঁছে যেতেন। তাঁর কাজ ছিল সব অভিনেতাদের মেকআপ রুম থেকে ফ্লোরে নিয়ে যাওয়া৷ তিনি কিরণ রাও। আশুতোষ গোয়ারিকরের "লগান" ছবিতে তিনি তখন সহকারী পরিচালক। দিন শুরু হত ভিনদেশি দেশি অভিনেত্রী র‍্যাচেল শেলির টোস্ট রেডি করে। বেশির ভাগ দিন শুটিংও দেখা হত না। সম্প্রতি জানালেন কিরণ নিজেই। 

কার্তিকের গাড়ি

ঝাঁ-চকচকে নতুন গাড়ি। রেঞ্জ রোভার এসভি। তাতে আধশোয়া হয়ে ছবি দিলেন কার্তিক আরিয়ান। প্রায় ৬ কোটি টাকার সেই গাড়িতে তিনি একা নন, রয়েছে পোষ্য সারমেয় কটোরি-ও। ছবিতে অভিনেতার ক্যাপশন, "আমার রেঞ্জ একটু বেড়ে গেল"। মজাদার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন বলিপাড়ার সতীর্থরাও। 

বিয়ের ভোজ

পুলকিত সম্রাট এবং কৃতী খারবান্দার বিয়ে ঘিরে চর্চা বাড়ছে। কানাঘুষো বলছে, রীতিমতো জাঁকজমক করেই হবে অনুষ্ঠান। বিয়ের ভোজের মেনু ঠিক করেছেন পুলকিত নিজেই। দিল্লির ৬টি বিখ্যাত ঠিকানার চাট থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত পদ থাকছে মেনুতে। দিল্লি তো বটেই, সঙ্গে কলকাতা, বেনারস, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের খাবারও রয়েছে তালিকায়।