রিয়াধের ঝলমলে মঞ্চে এবার একসঙ্গে দেখা গেল বিশ্বের দুই তারকাকে শাহরুখ খান ও কোরিয়ান ড্রামা স্কুইড গেম খ্যাত অভিনেতা লি জং-জে। সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত জয় ফোরাম-এর এই মুহূর্তেই যেন মিশে গেল বলিউড ও কে-ড্রামার দুনিয়া!
ইভেন্টে শাহরুখের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল সলমন খান ও আমির খানকেও, যা ছিল অনুষ্ঠানের বড় আকর্ষণ। তবে তার থেকেও বেশি মাতামাতি পড়েছে শাহরুখ ও লি জং-জে-র একটি সেলফি ঘিরে। শনিবার লি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সেই ছবি যেখানে কালো পোশাকে দেখা গিয়েছে শাহরুখকে, আর হুডি পরে একেবারে কুল লুকে দেখা যাচ্ছে লি জং-জে-কে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Lee jung jae (@from_jjlee)
ছবির ক্যাপশনে দক্ষিণ কোরিয়ার এই তারকা লিখেছেন—“শাহরুখের সঙ্গে থাকতে পেরে সম্মানিত বোধ করছি” মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই পোস্ট। এক ভক্তের মন্তব্য, “শতকের সেরা জুটি!” এর আগে ভাইরাল হয়েছিল শাহরুখ ও আমির খানের আরেকটি ভিডিও যেখানে দু’জনকে একসঙ্গে কথাবার্তা বলতে ও ছবি তুলতে দেখা যায়।
শুধু তাই নয়, ওই ইভেন্টে উপস্থিত ছিলেন ‘স্কুইড গেম’-এর আরও এক তারকা লি বিয়ং-হন, প্রাক্তন এনবিএ কিংবদন্তি শাকিল ও’নিল, ইউটিউব সেনসেশন মিস্টারবিস্ট ও আইশোস্পিড-সহ বিশ্বের নানা দেশের বহু জনপ্রিয় মুখ। সত্যিই, জয় ফোরাম ২০২৫ যেন হয়ে উঠল এক ‘গ্লোবাল তারকা উৎসব’—যার কেন্দ্রে ছিলেন শাহরুখ খান, তাঁর একটিমাত্র হাসিতেই যার আলো ছড়িয়ে পড়েছিল রিয়াধের আকাশে।
ফের একসঙ্গে মাধুরী-তৃপ্তি
মাধুরী দীক্ষিত আর নব প্রজন্মের সেনসেশন তৃপ্তি দিমরিকে একসঙ্গে দেখা গেল এক পার্টিতে, যা দেখে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। ‘ভুল ভুলাইয়া ৩’-এর পর এই দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা গেল তাঁদের নতুন ছবি মা বেহেন-এর র্যােপ আপ পার্টিতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই পার্টির একাধিক ছবি ও ভিডিও। এক ক্লিপে দেখা যায়, মাধুরী ও ত্রিপ্তির সঙ্গে পোজ দিচ্ছেন অভিনেতা রবি কিশন। পরে দুই অভিনেত্রী হাসিমুখে পাপারাজিদের ক্যামেরার সামনে দাঁড়ান, কথা বলেন অল্পক্ষণ, তারপর তৃপ্তি ভেতরে ঢুকে পড়েন।
অনুষ্ঠানে মাধুরী দীক্ষিত ছিলেন সাদা স্যুটে, সঙ্গে লাল ওড়না। অন্যদিকে তৃপ্তি দিমরি বেছে নিয়েছিলেন গাঢ় নীল পোশাক, যার ছিমছাম স্টাইল নজর কেড়েছে সবার। ভিডিওগুলি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে প্রশংসার বন্যা। একসঙ্গে মাধুরী-তৃপ্তিকে দেখে বলিউডপ্রেমীরা বলছেন, “পুরনো সৌন্দর্য আর নতুন জাদুর মিলন!”
প্রিয়াঙ্কা ‘মাসি’-র শুভেচ্ছা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তাঁর স্বামী, রাজনীতিবিদ রাঘব চাড্ডার ঘরে এল খুশির ঝড়! রবিবার সন্ধেবেলায় তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়েছে। এই সুখবর ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা। আর সেই তালিকায় সবার আগে রয়েছেন ‘নতুন মাসি’ তথা গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া। ইনস্টাগ্রাম স্টোরিতে পরিণীতি ও রাঘবের ঘোষণাপোস্টটি শেয়ার করে প্রিয়ঙ্কা লিখেছেন, “শুভেচ্ছা!” আর পেছনে বাজছে ভালোবাসার গান “ইউ আর মাই সানশাইন”। মজার ব্যাপার, ঠিক এই একই গানটিই পরিণীতি ব্যবহার করেছিলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সন্তানের আগমনের খবর জানাতে।