শাহরুখে মুগ্ধ ‘স্কুইড গেম’ নায়ক!

রিয়াধের ঝলমলে মঞ্চে এবার একসঙ্গে দেখা গেল বিশ্বের দুই তারকাকে  শাহরুখ খান ও কোরিয়ান ড্রামা স্কুইড গেম খ্যাত অভিনেতা লি জং-জে। সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত জয় ফোরাম-এর এই মুহূর্তেই যেন মিশে গেল বলিউড ও কে-ড্রামার দুনিয়া!

 

আরও পড়ুন: দীপাবলি তো এখন দিওয়ালি হয়ে গিয়েছে আর কালীপুজো তো প্রায় হারিয়েই যাচ্ছে: ভাস্বর চট্টোপাধ্যায়

 

ইভেন্টে শাহরুখের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল সলমন খান ও আমির খানকেও, যা ছিল অনুষ্ঠানের বড় আকর্ষণ। তবে তার থেকেও বেশি মাতামাতি পড়েছে শাহরুখ ও লি জং-জে-র একটি সেলফি ঘিরে। শনিবার লি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সেই ছবি যেখানে কালো পোশাকে দেখা গিয়েছে শাহরুখকে, আর হুডি পরে একেবারে কুল লুকে দেখা যাচ্ছে লি জং-জে-কে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Lee jung jae (@from_jjlee)