মুক্তি পিছল ‘মহাবতার’-এর
প্রথমে ঘোষণা হয়েছিল—২০২৬-এর বড়দিনে মুক্তি পাবে ভিকি অভিনীত ম্যাডক ফিল্মসের মহাআকাঙ্ক্ষিত পৌরাণিক কাহিনি ‘মহাবতার’। কিন্তু সর্বশেষ রিপোর্ট বলছে, ছবিটি এবার ঠেলে দেওয়া হচ্ছে সরাসরি ২০২৭-এ। কারণ? ভিকির ঝুলিতে ইতিমধ্যেই জমে আছে সঞ্জয় লীলা বনশালির মহাকাব্যিক প্রেমকাহিনি ‘লভ অ্যান্ড ওয়ার’, যার শুটিং টানতে টানতেই পিছিয়ে গেল ‘মহাবতার’।

প্রযোজক দীনেশ ভিজন সম্প্রতি ওয়েভস ২০২৫ (WAVES 2025) প্যানেল আলোচনায় বলেছিলেন, “আমরা এখন এমন এক সময়ে রয়েছি, যখন বুঝতে পারছি সাধারণ মানুষের জন্য ভারতীয় সংস্কৃতিতে গাঁথা গল্পই আসল হাতিয়ার।” তিনি আরও দাবি করেন, ‘মহাবতার’ হবে ম্যাডক ফিল্মসের সবচেয়ে বড় প্রজেক্ট।গত বছর ভিকি সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন—অমর যোদ্ধা, ধর্মরক্ষক পরশুরাম রূপে তাঁর ঝলক মুহূর্তে ভাইরাল হয়েছিল। সেই সময় ক্যাপশনে তিনি লিখেছিলেন, “দীনেশ ভিজন আনছেন মহাবতার, পরিচালনায় অমর কৌশিক। বড়দিন ২০২৬-এ আসছে সিনেমা হলে।”
কিন্তু নতুন আপডেট বলছে—শুটিং শুরু হবে ২০২৫ সালের এপ্রিল থেকে। ফলে ডিসেম্বর ২০২৬ মুক্তি কোনওভাবেই সম্ভব নয়।
আরও পড়ুন: অপর্ণা সেনের মন জিতবেন বলেই বাংলা শিখেছিলেন কমল হাসন! এত বছর পর এই প্রথম কে ফাঁস করলেন এই তথ্য?
আয় কমছে ‘ওয়ার ২’-এর
অয়ন মুখার্জি পরিচালিত এই হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলারে হৃতিক রোশন আর জুনিয়র এনটিআর-এর জুটি প্রথম দিনেই ঝড় তুলেছিল। ওপেনিংয়ে ৫২ কোটি টাকা (হিন্দি ২৯ কোটি টাকা + তেলুগু ২২.৭৫ কোটি টাকা) কুড়িয়ে নিয়েছিল ছবি। দ্বিতীয় দিন আরও উড়ান—৫৭.৮৫ কোটি টাকা, যা ছিল ১১% বৃদ্ধি।

কিন্তু এর পর থেকেই নামতে শুরু করল গ্রাফ।
৩য় দিনে ৩৩.২৫ কোটি টাকা
৪র্থ দিনে ৩২.৬৫ কোটি টাকা
৫ম দিনে সরাসরি ধাক্কা—৮.৭৫ কোটি টাকা
প্রথম সপ্তাহে ছবির ঝুলিতে জমল মোটা অঙ্ক—২০৪.২৫ কোটি টাকা (হিন্দি ১৫০.৪০ কোটি টাকা, তেলুগু ৫২.২০ কোটি টাকা, তামিল ১.৬৫ কোটি টাকা)।
দ্বিতীয় সপ্তাহে কিছুটা লড়াই করলেও দ্রুত কমল আয়।
৮ম দিনে ৪ কোটি টাকা
৯ম দিনে ৬.৮৫ কোটি টাকা
১০ম দিনে ৭.২৫ কোটি টাকা
কিন্তু ১২তম দিনে আবার ধাক্কা—২.১৫ কোটি টাকা আর ১৩তম দিনে নেমে এল মাত্র ১.৬৯ কোটি টাকা।
সব মিলিয়ে, ১৩ দিনে ভারতের নেট কালেকশন দাঁড়াল প্রায় ২২৬.৮২ কোটি টাকা।
রাহা যখন ছবিশিকারি!
আলিয়া ভাটের ছোট্ট মেয়ে রাহা এবার খেলনা ফেলে হাতে তুলে নিল ক্যামেরা —আর মা’র একদম আনফিল্টার্ড জিম মোমেন্ট ধরে ফেলতেই হৃদয় গলছে নেটিজেনদের।বুধবার আলিয়ার কোচ করণ সাওহ্নি ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেই মুহূর্ত। প্রথম ছবিতে আলিয়া ও করণ—আয়নার সামনে সেলফি তুলছেন। আলিয়া পরেছেন সাদা স্লিভলেস টপ, টেনিস-স্টাইল স্কার্ট আর সাদা স্নিকার্স, চুল বাঁধা সুন্দর পনিটেলে। করণ কালো চেক শার্ট, ধূসর শর্টস আর স্পোর্টস জুতোয় একেবারে জিম মুডে।
কিন্তু আসল হাইলাইট? দ্বিতীয় ছবি—যেটা তুলেছে ছোট্ট রাহা! সেখানে দেখা যাচ্ছে আলিয়া একটি কালো এক্সারসাইজ ম্যাটে শুয়ে, হাতে রেজিস্ট্যান্স ব্যান্ড ধরে কোর এক্সারসাইজে মগ্ন। পেছনে করণও ব্যস্ত ওয়ার্কআউটে। নেটিজেনরা বলছেন—“আলিয়ার সবচেয়ে কিউট ফটোগ্রাফার নিশ্চয়ই রাহা!”
