সংবাদ সংস্থা মুম্বই:
নেহার ‘ওজনদার’ জবান
‘জুলি’ করলেই কি কমেডি সিনেমা করা যায় না? আর মাতৃত্বের পর ওজন বাড়লেই কি সৌন্দর্য কমে যায়? নেহা ধুপিয়া জানাচ্ছেন—এই সব ‘তকমা’ আর ‘টাইপকাস্ট’ ভাঙতেই আজকের আমি এতটা মুক্ত।” বলিউডে বহুদিন ধরেই এক অদৃশ্য ছাঁকনির মধ্যে দিয়ে যেতে হয় অভিনেত্রীদের—যদি কেউ প্রথম জীবনে সাহসী চরিত্র করেন, তাহলেই তাকে অন্য ধারার চরিত্রে ভাবা যায় না। সেই ছাঁকনির শিকার ছিলেন নেহা ধুপিয়াও। এক পডকাস্টে নিজের জীবনের বহু অজানা কথা শেয়ার করলেন নেহা—একটা আত্মকথন, একটা স্বীকারোক্তি, আর একটা নতুন করে নিজের পাশে দাঁড়ানোর গল্প।
“আমি তখন সবে মা হয়েছি। ২৫ কেজি ওজন বেড়েছিল। মনে হত, চাকরি নেই, বাইরের লোকেরা ট্রোল করছে, জামাকাপড় ফিট হচ্ছে না। বিউটি পেজেন্ট থেকে আসা আমার কাছে এগুলো গুরুত্বপূর্ণ ছিল, মিথ্যে বলব না।” — বললেন নেহা। তবে সেই অনিশ্চয়তা, অপমান আর ট্রোলের সময়ে যে মানুষটা নিঃশব্দে পাশে ছিলেন, তিনি স্বামী অঙ্গদ বেদী।
দিলজিতের ‘গোয়েন্দাগিরি’!
ঘরেই বসে এবার গোয়েন্দাগিরি! দিলজিৎ দোশাঞ্জ ফিরছেন একদম আলাদা মেজাজে—একগাদা রহস্য, একগুচ্ছ হাসি, আর জমজমাট বিনোদন! দর্শকপ্রিয় পাঞ্জাবি তারকা দিলজিৎ দোশাঞ্জ এবার পর্দায় একেবারে নতুন রূপে—একটু বোকাসোকা, একটু বুদ্ধিমান, আর একেবারে মজাদার গোয়েন্দা হিসেবে হাজির হচ্ছেন নতুন ছবিতে! নাম ‘ডিটেকটিভ শেরদিল’, পরিচালনায় রবি ছাবরিয়া, আর মুক্তি পাচ্ছে সরাসরি ওটিটি-তে, ২০ জুন ২০২৫! বুদাপেস্টে শ্যুট হওয়া এই ছবি একদিকে যেমন একদম কেস-ক্লোজ টাইপ মিস্ট্রি, তেমনি প্রতিটা টুইস্টে রয়েছে রোলিং কমেডি! মুভির ট্যাগলাইনই যেন বলছে—"এই কেসটা সাধারণ নয়!"
‘বাবুরাও’-এর পাশে হিমেশ!
সম্প্রতি, মুম্বইয়ের মঞ্চে ভরা অডিয়েন্সে জমজমাট লাইভ কনসার্ট করলেন হিমেশ রেশমিয়া। তবে শুধু গান নয়, লাইভ শো-তে চলল বক্তব্যও! ট্রোলদের ‘নাক সুর’ নিয়ে কটাক্ষের জবাব দিয়ে শুরু করেছিলেন হিমেশ, আর এরপর আচমকাই থামিয়ে দিলেন গান—পড়ল নাম ‘বাবুরাও’র!
‘হেরা ফেরি ১’-এ ও দুর্দান্ত, ‘হেরা ফেরি ২’ -তেও দুর্দান্ত, এমনকি…” বলে হিমেশ গেয়ে উঠলেন ‘ও মেরি জোহরাজবীন’। এক লহমায় দর্শকও চিৎকারে ফেটে পড়ে—কারণ গানটা ‘ফির হেরা ফেরি’-র, যেখানে পরেশ রাওয়াল অমর হয়ে গেছেন ‘বাবুরাও গণপত্রাও আপ্টে’ চরিত্রে।
এই মুহূর্তটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল—বিশেষ করে যখন পরেশ রাওয়ালকে নিয়ে ‘হেরা ফেরি ৩’-এর কাস্টিং বিতর্ক তুঙ্গে। যদিও অফিশিয়ালি কিছু বলা হয়নি, গুঞ্জন বলছে নতুন সিকুয়্যেলে আর থাকছেন না পরেশ, আর সেই আবেগই যেন মঞ্চে ফুটে উঠল হিমেশের সুরে!
