সংবাদসংস্থা মুম্বই:
আসছে ‘কাহানি ৩’?
‘কাহানি’র পর ‘কাহানি টু’-তেও অভিনয়ে নজর কেড়েছিলেন বিদ্যা বালন।‘কাহানি টু’-তে বিদ্যার সঙ্গে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন মিনি দিওয়ান-ও। ‘কাহানি টু’-তে বিদ্যা বালনের মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী তানিশা শর্মাকে। ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল মিনি দিওয়ান। তবে সুজয় ঘোষের পরিচালনা হলেও দ্বিতীয়টি প্রথমটির মতো অত সাড়া জাগাতে পারেনি। খবর, ‘বিদ্যা বাগচী’কে আরও একবার পর্দায় ফিরিয়ে আনছেন সুজয় ঘোষ। সহজ কথায়, ‘কাহানি ৩’ নিয়ে নাকি চিন্তাভাবনা শুরু করেছেন বিদ্যা-সুজয় দু'জনেই।
শুটিংয়ের মাঝেই হৃদ্রোগে আক্রান্ত
শুটিংয়ের মাঝেই হৃদ্রোগে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা আসিফ শেখ। ‘ভাবীজি ঘর পে হ্যায়’ ধারাবাহিক তাঁর অভিনীত বিভূতি মিশ্র চরিত্রটি বেশ জনপ্রিয় দর্শকমহলে। দেরাদুনে শুটিং চলাকালীন হৃদ্রোগে আক্রান্ত হন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এইমুহূর্তে অভিনেতাকে চিকিৎসার জন্য মুম্বই নিয়ে আসা হয়েছে।
পথ দুর্ঘটনায় গুরুতর আহত সোনু সুদের স্ত্রী
পথ দুর্ঘটনায় গুরুতর আহত সোনু সুদের স্ত্রী সোনালি সুদ। মঙ্গলবার মুম্বই-নাগপুর হাইওয়েতে ঘটেছে এই দুর্ঘটনা।
