আজকাল ওয়েব ডেস্ক: লোকি এখনও মাল্টিভার্সের টাইমলাইন ধরে রেখেছে—নিজেই জানালেন জনপ্রিয় হলিউড অভিনেতা টম হিডলস্টন!  বিখ্যাত মার্কিনি টক শো ‘জিমি কিমেল লাইভ’-এ এসে একথা বলার পাশাপাশি টম আরও জানান  মার্ভেলের আগামী ছবি ‘অ্যাভেঞ্জার্স:ডুমসডে’-এ যে তিনি ফিরছেন, সে খবর যেন নিজেই ‘অজান্তে’ ফাঁস করে ফেললেন এই ব্রিটিশ অভিনেতা!

 

শো-এ কথার ফাঁকে জিমি কিমেল যখন জানতে চান, “এই ছবিতে লোকি কি বড় কোনও ভূমিকা নেবে?” টম হেসে জবাব দেন—“এই জায়গাটা এলেই আমি আর কিছু বলতে পারি না, কিন্তু এবারে জানিয়েই দিচ্ছি... এ ছবিতে আমি থাকছি।”

 

তিনি হাসতে হাসতে আরও যোগ করেন, “নির্মাতারা যখন চেয়ারের পেছনে সমস্ত অভিনেতার নাম লিখে একটা বড় ঘোষণায় গেলেন, তখন আমি নিজেই জানতাম না আমি আছি! পরে বুঝলাম, হ্যাঁ আমি আছি… যদিও আগে থেকেই জানতাম। কিন্তু আমি এতটাই অভ্যস্ত হয়ে গেছি না জানার ভান করতে!”

 

প্রশ্নটা ঘুরছে কোটি কোটি মার্ভেল ছবি অনুরাগীদের মনে। 'লোকি ২' সিরিজের শেষে লোকি যখন নিজেকে বলি দিয়ে মহাবিশ্বের টাইমলাইনকে স্থিতিশীল রাখেন—কারণ ক্যাং-এর আর কোনও ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট আর বেঁচে নেই। তিনি নিজেই হয়ে ওঠেন টাইমলাইন-এর রক্ষক।
তাহলে কি লোকির সেই শক্তি ডঃ ডুম কেড়ে নিতে চলেছে? একাধিক ফ্যান-থিয়োরি তো সেদিকেই ইঙ্গিত করছে!

 


ডঃ ডুম হিসেবে কামব্যাক করছেন 'আয়রন ম্যান'-খ্যাত অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র! লোকি-র সঙ্গে তাঁর মুখোমুখি দ্বন্দ্ব নিয়ে এখন থেকেই গরম হয়ে উঠছে মার্ভেল ইউনিভার্স!

 

‘অ্যাভেঞ্জার্স :ডুমসডে’ মুক্তি পাবে ডিসেম্বর ২০২৬-এ। লোকি ফিরছেন, ডুম আসছে—এবার মাল্টিভার্সে যুদ্ধ বাঁধা নিশ্চিত!