আজকাল ওয়েব ডেস্ক: সব বাধা পেরিয়ে, মৃত্যু-জয়ী সব স্টান্টের নায়ক তথা হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা-প্রযোজক টম ক্রুজ শেষমেশ সত্যিই পৌঁছে গেলেন ‘ইম্পসিবল’ অস্কার মিশনের সফল সমাপ্তিতে। কারণ, অবশেষে তাঁর হাতে উঠছে বহু প্রতীক্ষিত অস্কার —যদিও সেটা  ‘সাম্মানিক’ (জীবনকৃতি) বিভাগে।

বিশ্বখ্যাত ‘মিশন: ইম্পসিবল”-এর সিরিজে  আট-আটটি ছবিতে দুর্ধর্ষ পারফরম্যান্স, “জেরি ম্যাগুয়্যার”-এ অসাধারণ অভিনয়, কিংবা “টপ গান: ম্যাভেরিক”-এ অভিনেতা সহ প্রযোজকের দায়িত্ব—সবেতেই অস্কার মনোনয়ন ছিল, শুধু অস্কারের স্বীকৃতি ছিল না। তবে এবার সেই খরা কাটছে।

 

 

চলতি বছরে নভেম্বরেই অস্কারের গভর্নরস অ্যাওয়ার্ডস-এ সাম্মানিক অস্কার পাচ্ছেন টম ক্রুজ! একই অনুষ্ঠানে অস্কার সম্মানে সম্মানিত হবেন প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং অভিনেত্রী-কোরিওগ্রাফার ডেবি অ্যালেন। আর ডলি পার্টন পাচ্ছেন জিন হারশোল্ট হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড।

 

 

কেন টম-কে সাম্মানিক অস্কার? অ্যাকাডেমি বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, এই সম্মান তাঁদের দেওয়া হয় যারা সারাজীবনে সিনেমা জগতে অসাধারণ অবদান রেখেছেন বা চলচ্চিত্র নির্মাণের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রেখেছেন। অ্যাকাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেছেন, “এই বছর চারজন ব্যক্তিত্বকে সম্মান জানানো হচ্ছে, যাঁদের কাজ ও কমিটমেন্ট এক চিরকালীন প্রভাব ফেলেছে সিনেমা জগতে।”

 

 

টম ক্রুজের অস্কার মঞ্চ পর্যন্ত যাত্রার দিকে একবার চোখ ফেরানো যাক  -

১৯৯০: বর্ন অন দ্য  ফোর্থ অফ জুলাই - প্রথম অস্কার মনোনয়ন
১৯৯৭: জেরি ম্যাগুইয়ের - সেরা অভিনেতার মনোনয়ন
২০০০: ম্যাগনোলিয়া - সেরা সহ-অভিনেতার মনোনয়ন
২০২৩: টপ গান: ম্যাভেরিক- সেরা চলচ্চিত্র (প্রযোজক হিসেবে)

 

তবে অস্কার জয় কোনওবারই আসেনি। এবার সম্মানের সেই মুকুট উঠছে টম ক্রুজের মাথায়। ৬২ বছর বয়সে এসে বলিউড হোক বা হলিউড, টম ক্রুজ প্রমাণ করে দিলেন—অস্কার শুধু লক্ষ্য নয়, এটা একটা যাত্রা। আর সেই যাত্রাপথ শেষ হতে যত দেরিই হোক, তিনি যদি একবার শুরু করেন সেই ‘মিশন’, তাহলে তা আর ‘ইম্পসিবল’ থাকে না!