নিজস্ব সংবাদদাতা: তাঁদের প্রেমের গুঞ্জন টলিপাড়ায় বহুদিন ধরে শোনা গেলে নিজেরা কখনই তা স্বীকার করেননি। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক ঝলক দেখা মেলে রণজয় ও শ্যামৌপ্তির। কিন্তু একে অপরকে এখনও ভাল বন্ধুর তকমাই দিয়ে রেখেছেন। এবার মিশমির জন্মদিনের পার্টিতে একসঙ্গে দেখা গেল এই দুই তারকাকে।
অভিনেত্রী মিশমি দাস নিজের জন্মদিন কাটালেন 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকের পরিবারের সঙ্গে। ধারাবাহিকের শুরুতে প্রথমদিকে রণজয় ও মিশমির প্রেম নিয়ে গুজব শোনা গেলেও তাঁরা যে আসলে খুব ভাল বন্ধু তা এতদিনে বুঝেছেন দর্শক। এমনকী এই বছর রনজয়কে ভাইফোঁটাও দিয়েছেন মিশমি।
মিশমির জন্মদিনের পার্টিতেই রণজয়ের সঙ্গে দেখা গেল শ্যামৌপ্তিকে। পুজোতেও একসঙ্গে সময় কাটিয়েছেন এই দুই তারকা। যদিও নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে একসঙ্গে ছবি পোস্ট করেননি কখনওই। এর আগেও একইদিনে একই জায়গা থেকে দু'জনেই নিজেদের ছবি পোস্ট করছেন, তবে একসঙ্গে নয়। এদিন আর ছবি লুকিয়ে রাখতে পারলেন না তাঁরা। ছবিতে হাসিমুখে পার্টি উপভোগ করতে দেখা গেল তাঁদের।
স্টার জলসার 'গুড্ডি' ধারাবাহিক থেকে আলাপ হয় রণজয়-শ্যামৌপ্তির। শুটিং ফ্লোরেই হয় বন্ধুত্ব। সেখান থেকেই প্রেমে পড়েন দু'জন।
