জি বাংলার ‘দাদামণি’ ধারাবাহিকে একটি দাপুটে চরিত্রে দেখা গেছে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে। তবে এই মুহূর্তে ‘মিত্তির বাড়ি’ এবং ‘আমাদের দাদামণি’ দুই ধারাবাহিক এই বেশ কিছুদিন দেখা যাবে না অভিনেত্রী সোমাকে। এর পরিবর্তে অবশ্য নতুন কাজ শুরু করলেন অভিনেত্রী, কিছু দর্শকের কাছে নতুন হলেও তার কাছে বহু পুরনো খুব কাছের কাজ। ধারাবাহিক থেকে কিছুদিনের বিরতি নিয়ে ১৮ বছর পর মঞ্চে অভিনয় করতে চলেছেন সোমা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে নাটকের মহড়া। ১৫ আগস্ট মঞ্চস্থ হতে চলেছে এই নাটক। তবে ধারাবাহিক থেকে বিরতি নিয়ে কেন মঞ্চে ফেরা সিদ্ধান্ত সোমার? উত্তর দিলেন অভিনেত্রী নিজেই। আবার কবে ধারাবাহিকে দেখা যাবে এই অভিনেত্রীকে, সেটাও জানালেন তিনি। 

নতুন ধারাবাহিক শুরু করলেও অনেক সময় গল্প বদলের কারণে একাধিক চরিত্রকে মাঝেমধ্যেই দেখা যায় না। জি বাংলার ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় শুরু করলেও এই মুহূর্তে বিরতিতে রয়েছেন সোমা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকের গল্প পাঁচ বছর এগিয়ে যাওয়ায় এখানেও দেখা যাচ্ছে না সোমা বন্দ্যোপাধ্যায়-কে। তবে এই সময়টাকে দারুণভাবে ব্যবহার করলেন অভিনেত্রী। ১৮ বছর পর আবার মঞ্চে অভিনয় করতে চলেছেন তিনি। 

‘লাহোর ১৯৪৭’ নামের নতুন নাটকে লাহোরে বসবাসকারী এক হিন্দু মহিলার চরিত্রে অভিনয় করছেন তিনি, যেখানে তার পরিবারে কেউ নেই, দেশভাগের সময় স্বামী সন্তানকে হারিয়েছেন এই মহিলা। বাড়িতে একাই থাকেন, তবে এক সময় হিন্দু হওয়ার কারণে মুসলিমদের রোষে পড়তে হয় এই মহিলাকে। কিন্তু মনুষ্যত্বের উপরে আর কিছুই নেই, সবার উপরে মানুষ সত্য- গল্পে দেখা যাবে এমনটাই। 

তবে হঠাৎ এত বছর পর মঞ্চে ফেরা কেন? উত্তরে অভিনেত্রী বললেন, “মঞ্চের হাত ধরেই আমার অভিনয় জগতে যাত্রা শুরু। ধারাবাহিকে  অভিনয় করার দরুণ ব্যস্ততার কারণে এত বছর মঞ্চে অভিনয় করা হয়নি। এছাড়াও যাদের হাত ধরে মঞ্চে অভিনয় করা তারাও আজ আর বেঁচে নেই। তাই মনে মনে ইচ্ছে থাকলেও কার সঙ্গে কথা বলব বা কে আমায় কাজে নেবেন সেটা খুব ভাবতাম। মালা বদল ধারাবাহিকে বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করার সময় উনি আমায় এই চরিত্রটি করার প্রস্তাব দেন। আমি আর দ্বিতীয়বার ভাবিনি, ভেবেছিলাম একটা ধারাবাহিক কম করব তাও এত বছর পর মঞ্চে ফিরবই। আসলে এই আনন্দটা খানিকটা...ওই অনেক বছরের পুরনো বই পড়া বা পুরনো শাড়ি পরার মতো।  পুরনো বইতে বা শাড়িতে যেমন গন্ধ থাকে, আমি এখন তেমন উপভোগ করছি। এটুকু বলতে পারি, দারুণ ফুরফুরে লাগছে।” এই নাটকে একজন হিন্দু পাঞ্জাবী মহিলার চরিত্রে দেখা যাবে সোমা বন্দ্যোপাধ্যায় কে, সেই কারণে এই ভাষা রপ্ত করেছেন। এককথায় দারুণ খুশি এই বর্ষীয়ান অভিনেত্রী। 

সোমা বন্দ্যোপাধ্যায় আরও বললেন, “মা ধারাবাহিকে আমার অভিনীত হীরা আম্মা চরিত্রটি অবাঙালি ছিলেন, এই নাটকে রতনের মা হিন্দু হলেও তার জন্ম এবং বড় হওয়া লাহোরে। তবে এমন একটি চরিত্র পেয়ে আমি দারুণ খুশি। আশা করিনি নাটকে এত বছর পর এমন একটি চরিত্র করতে পারব। ধারাবাহিকের ক্ষেত্রেও আমায় সব সময় বিভিন্ন ধরনের চরিত্র দিয়েছেন পরিচালক প্রযোজকেরা। ধারাবাহিক আমাদের বাঁচিয়ে রাখে, তাই ধারাবাহিক ছাড়া কখনওই ভাবতে পারি না। তবে এখন কিছুদিনের বিরতিতে আছি, খুব শীঘ্রই আশা করি নতুন কিছু খবর দেব।”