নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই কাজ না পাওয়া নিয়ে মুখ খুলে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, সম্প্রতি রঘু ডাকাত ছবিতে অভিনয় করলেও এরপর আর কোনও কাজের প্রস্তাব আসেনি অনির্বাণের কাছে- অকপটে জানিয়েছিলেন সেই কথা। এবার কি সেই একই জিনিস হতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও? প্রথমবার এই বিষয় নিয়ে মুখ খুললেন পরমব্রত।

 

ফেডারেশন ও পরিচালকদের লড়াই থামেনি এখনও, এই বিষয়কে কেন্দ্র করেই কাজ না পাওয়ার অভিযোগ জানিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। নতুন পরিচালক গিল্ডে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। এদিন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনায় বসেছিলেন পরিচালকেরা, নিজেদের সমস্যার কথা সেখানে জানাতে পেরে খুশি প্রত্যেকেই। এদিন হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় নিজেও। সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্যের কথাকে কেন্দ্র করেই তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি কাজ না পাওয়া নিয়ে সমস্যায় পড়েছেন? পরমব্রতর জবাব, “আমি তো এতদিন পিতৃত্বকালীন ছুটিতে ছিলাম, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরতে গেছিলাম, সেখানেই বেশ কিছুদিন ছিলাম। সদ্য ফিরেছি সেখান থেকে, হয়তো পরবর্তীতে এই সমস্যার মুখোমুখি আমিও হব। জানি না কারণ এখনও তার কোন প্রত্যক্ষ প্রমাণ পাইনি আমি, তবে ভবিষ্যতে এই সমস্যার মুখোমুখি হতে হয় কি না সেটাই দেখার।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অপারেশন থিয়েটারে স্ত্রী পিয়ার পাশে ছিলেন তিনি। এর সঙ্গেই বেশ কয়েকদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেতা। ছুটিতে স্ত্রী এবং সন্তানের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। এরপর আবার মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুরতে গেছিলেন অভিনেতা, তাই মাঝে টলিউডের একেবারেই দেখা যায়নি পরমব্রতকে। ফিরেই আবার পরিচালকদের মিটিংয়ে অংশগ্রহণ করেছেন তিনি। আর ফিরেই নিজের কাজ নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন পরিচালক অভিনেতা।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তী অভিনীত ‘সোনার কেল্লায় যকের ধন’। ছবিতে বহুদিন বাদে আবার জুটি হিসেবে দেখা গিয়েছে পরমব্রত এবং কোয়েলকে। যদিও বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারিনি এই ছবি।

ছবি যেমনই চলুক, এই মুহূর্তে পিতৃত্ব অত্যন্ত উপভোগ করছেন অভিনেতা। সন্তানকে বড় করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবার যে দায়িত্ব থাকে, সেই দায়িত্ব স্বেচ্ছায় পালন করছেন পরমব্রত। অত্যন্ত অল্প বয়সে বাবা ও মা কে হারিয়েছেন তিনি, তাই নিজের সন্তানকে মা ও বাবার ভালবাসার অভাব কোনদিনও বোধ করতে দিতে চান না পরমব্রত। সেই কারণেই টলিউড থেকে এতদিন দূরে ছিলেন তিনি।

অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্যর কাজ না করতে পারার খবর নিয়ে তোলপাড় হয়েছিল টলিউড। পরিচালনার কাজ তো বটেই, অভিনেতার অভিযোগ, অভিনয়ের কাজও সেই ভাবে করতে পারছেন না তিনি। অনির্বাণ যেদিন এই অভিযোগ করেন সেদিন দেশে না থাকায় কোনও মন্তব্য পাওয়া যায়নি পরমব্রতর তরফ থেকে। তবে তিনি দেশে ফিরে কী বলেন, তাই নিয়ে আগ্রহ ছিল ভক্তদের। এদিন সেই আশঙ্কার কথা জানালেন পরমব্রত।