আজকাল ওয়েবডেস্ক: নতুন ভাবে, নতুন রূপে দর্শকদের সামনে আসতে চলেছে জি বাংলার ধারাবাহিক আনন্দী। আদি এবং আনন্দীকেও দর্শকেরা দেখতে পাবেন নতুন রূপে, নতুন দায়িত্বে। তবে এই দু’জনের মাঝে আসতে চলেছেন ডাক্তার সুপর্ণা। আর সুপর্ণার চরিত্রেই দর্শকেরা দেখতে পাবেন অভিনেত্রী অর্কজা আচার্যকে। কিন্তু কে এই ডাক্তার সুপর্ণা এবং কেমন মানুষ তিনি?
নিজেদের মধ্যে সব দূরত্ব মিটিয়ে এখন কাছাকাছি আদি-আনন্দী, শুধু তাই নয় একে অপরের হাত ধরে সংসার করার পাশাপাশি চিকিৎসা জগতে উজ্জ্বল নাম দু’জনের, নতুন প্রোমোতে দেখা গেছে তেমনটাই। তবে এই দু’জনের সঙ্গে দর্শকেরা দেখতে পাবেন আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রকে, ডাক্তার সুপর্ণা, বহুদিন পর আবার এই চরিত্রের মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন অর্কজা। সামাজিক মাধ্যমে নিজেই সেই সুখবর দিলেন অভিনেত্রী।
ইতিবাচক না নেতিবাচক, কোন ধরনের চরিত্রে অভিনয় করছেন অর্কজা? এর আগে দু’ধরনের চরিত্রেই দর্শকেরা তাঁকে দেখেছেন। এই বিষয়ে খুব একটা কিছু বলতে চাইলেন না অভিনেত্রী। তবে অর্কজা জানিয়েছেন, “সুপর্ণা একজন সিঙ্গেল মাদার, একা হাতে সন্তান মানুষ করেন। আবার নিজের কাজের জায়গাটাও সামলান। এটুকুই বলতে পারি যে খুব বলিষ্ঠ একটি চরিত্র।”
আকাশ আট চ্যানেলে সাহিত্যের সেরা সময়ের ‘কড়ি দিয়ে কিনলাম’ গল্পের শেষবার দেখা গেছে অর্কজাকে। অভিনয় করার পাশাপাশি মাঝে বিশেষ একটি ছবির চিত্রনাট্য লেখার কাজের সঙ্গেও যুক্ত ছিলেন অকর্জা, তবে সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। আসলে ক্যামেরার সামনে এবং পেছনে দুই ক্ষেত্রেই সাবলীল ভাবে কাজ করতে চান অর্কজা।
