আজকাল ওয়েবডেস্ক: নতুন কাজে নতুন ভূমিকায় পর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। নিজের ফেসবুক পেজে তেমনই ইঙ্গিত দিলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। তবে এবার টেলিভিশনের কোনও ধারাবাহিকে নয়। তাঁকে দেখা যাবে একটি ওয়েবসিরিজে।
নিজের ফেসবুক ওয়ালে একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। দেখা যাচ্ছে সেটি একটি ওয়েব সিরিজের স্ক্রিপ্ট। নাম - ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’। স্ক্রিপ্টের উপরেই লেখা অতিথি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে দেখা যাবে সিরিজটি। প্রযোজক সুরিন্দর ফিল্মস।
নিচে লেখা পরিচালক, চিত্রনাট্যকার এবং ডিওপি-র নামও। তিনটি দায়িত্ব সামলাচ্ছেন যথাক্রমে- অভিমন্যু মুখোপাধ্যায়, সুদীপ সেন এবং রম্যদীপ সাহা। নিজের পোস্টে স্বস্তিকা লিখেছেন, “এরপর অনেক ভালবাসা এবং রং নিয়ে #খুঁজেছি তোকে রাত বেরাতে। চলো শুরু করা যাক।” তবে অভিনেত্রী সিরিজে কোন ভূমিকায় রয়েছেন তা অবশ্য খোলসা করেননি তিনি।
তবে অভিনেত্রীর এই আনন্দের মুহূর্তেও অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। কারণ স্ক্রিপ্টের উপরেই রাখা রয়েছে একগুচ্ছ ওষুধ। ওষুধ-সহ স্ক্রিপ্টের ছবি দেওয়ার কারণ কী? আসলে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের খবর, বেশ কিছুদিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছেন স্বস্তিকা। কিছুদিন আগেই অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় উইন্ডোজ প্রোডাকশন হাউজ-এর ব্যানারে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’- এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন তিনি। এ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত। এছাড়াও থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা,কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য উজান চট্টোপাধ্যায় ও বিমল গিরি।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জুলাইয়ের শুরুতে শুটিং করতে গিয়ে কর্নিয়ায় আঘাত লাগে স্বস্তিকার। এমনকী হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। সমাজমাধ্যমে এ কথা নিজেই ভাগ করে নেন তিনি। স্বস্তিকা লেখেন, “আমি বুঝতে পারছি যে সবকিছুই কোনও না কোনও কারণে ঘটে। কিন্তু এটা কেন হল ঠিক বুঝলাম না। গতকাল আমার আগামী ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেলের শুটিং করার সময় মারাত্মক আঘাত লাগে। মনে হচ্ছিল, পৃথিবীর সমস্ত ব্যাথা যেন আমার উপর এসে পড়েছে।”
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে
তিনি আরও লেখেন, “প্রযোজনা সংস্থার লোকেরা আমাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়। কর্নিয়ায় সাংঘাতিক ক্ষত হয়েছে। এটা কীভাবে, কখন, কেন ঘটল তা আমি জানি না। আমার সকল সহ-অভিনেতাকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা এতটা সহযোগিতা করছেন। এই ছবিটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।” অনুরাগীদের আশঙ্কা সেই ক্ষতের কারণেই এখনও ওষুধ খেতে হচ্ছে অভিনেত্রীকে। তবে এদিন অবশ্য নিজের স্বাস্থ্য নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
