নিজস্ব সংবাদদাতা: আট মাসের লম্বা বিরতি, অবশেষে অপেক্ষার অবসান। জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী সুস্মিতা রায়। কোন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে? নতুন করে কি ‘ফুলকি’ পরিবারে সংকট? 

শেষবার জি বাংলার ‘যোগমায়া’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী সুস্মিতা রায়কে। তবে কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় ‘যোগমায়া’। এছাড়াও জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখেছেন দর্শকেরা, তবে এই ধারাবাহিকে গল্প নতুন মোড় নেওয়ায় পুরনো অনেক চরিত্রকেই এখন আর দেখা যায় না। এরপর নতুন কাজের জন্য দীর্ঘ অপেক্ষা করেছেন সুস্মিতা, অবশেষে আবার পর্দায় ফিরতে চলেছেন তিনি। ‘ফুলকি’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে সুস্মিতাকে, সম্ভবত আগামীকাল থেকেই শুরু হবে শুটিং। তবে শুটিং শুরু হলে সেই চরিত্র সম্বন্ধে আরও বেশি করে জানতে পারবেন সুস্মিতা- এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। 

দীর্ঘ আট মাস কেমন ভাবে কাটালেন তিনি? অভিনেত্রী বললেন, “ভাল কাজের অপেক্ষা তো অবশ্যই করেছি, তবে এই কয়েক মাস চুটিয়ে ভ্লগিং করেছি, পরিবারের সঙ্গে অনেক সময় কাটাতে পেরেছি। নিজেকেও সময় দিয়েছি। এখন শরীরচর্চায় মন দিয়েছি আমি, তাই ডায়েট মেনে নিয়ম করে খাওয়া দাওয়া করেছি। অবশেষে নতুন কাজ শুরু হচ্ছে। আমি দারুণ খুশি।” অভিনেতা-অভিনেত্রীদের জীবনের সঙ্গে ‘অপেক্ষা’ শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। যাঁরা বহুদিন ধরে কাজ করছেন, তাঁদের পক্ষে এই অন্তহীন অপেক্ষার সঙ্গে মানিয়ে নিতে পারা তুলনামূলক ভাবে সহজ। সুস্মিতাও তেমনই একজন অভিনেত্রী। এই কয়েক মাসের অপেক্ষায় নিজেকে নিজের মতো ভাল রাখার চেষ্টা করেছেন সুস্মিতা। অবশেষে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ এবং ফ্লোরে ফিরে শুটিং শুরুর অপেক্ষায় অভিনেত্রী।