টলিউডের পরিচিত মুখ রিয়া গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন যেন এখন ধারাবাহিককেও হার মানায়! অভিনেত্রী ও তার পরিচালক স্বামী অরিন্দম চক্রবর্তীর দাম্পত্য কলহ এখন সামাজিক মাধ্যম জুড়ে প্রধান ট্রেন্ড। পরকীয়া, সহবাস, খোরপোষ, মানসিক নির্যাতন— একে অপরের বিরুদ্ধে তোলা অভিযোগের তালিকা ক্রমেই দীর্ঘতর!
কিছুদিন আগেই রিয়া গঙ্গোপাধ্যায় একটি ফেসবুক লাইভে বিস্ফোরক দাবি করেন, তার স্বামী নিজের বাড়িতেই অন্য এক মহিলার সঙ্গে সহবাস করছেন। রিয়া জানান, এমন সম্পর্কের কথা জেনেও মুখে কুলুপ এঁটেছেন তার শ্বশুর! পাশাপাশি, বিগত তিন বছর ধরে তিনি মানসিক নির্যাতনের শিকার। সন্তানদের দায়িত্ব নিজেই নিতে চান বলেও জানান অভিনেত্রী, এবং বলেন— তিনি কোনও খোরপোষ দাবি করেননি।
রিয়ার পর এবার লাইভে এলেন অরিন্দম চক্রবর্তী। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যদি রিয়া প্রমাণ করতে পারেন তিনি অন্য মহিলার সঙ্গে সহবাস করছেন, তাহলে তিনি সরকারি চাকরি ছেড়ে দেবেন! শুধু তাই নয়, রিয়ার বিরুদ্ধে অরিন্দমের অভিযোগ, তার স্ত্রী নাকি ইচ্ছাকৃতভাবে তার মাকে অসুস্থ করেছেন! এমনকী পাড়ার লোকের সামনে চিৎকার, তার বাবার ওপর হাত তোলার মতো আচরণও করেছেন রিয়া।অরিন্দম আরও দাবি করেন, তিনি প্রতি মাসে রিয়াকে ৭০ হাজার টাকা দেন। তা সত্ত্বেও আইনের সাহায্যে রিয়া আরও ৬০ হাজার টাকার খোরপোষ দাবি করেছেন, যা দিতে তিনি একেবারেই রাজি নন। তার প্রশ্ন— “নিজেকে কর্মজীবী মা বলেন, সন্তান সামলান, তাহলে কেন এই টাকার দাবি?”অরিন্দম জানান, রিয়া নাকি নিজের প্রাক্তন প্রেমিকের সঙ্গে উত্তরবঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন, যা তার পক্ষে মানা কঠিন। এছাড়াও, রিয়ার বিদেশি এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও সামনে আনেন অরিন্দম।
এই মুহূর্তে দুজনেই আইনি পথে এগোচ্ছেন। রিয়া ও অরিন্দম দু’জনেই দাবি করেছেন, তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যা আদালতে পেশ করা হয়েছে। এখন দেখার, এই বিতণ্ডার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়।টলিপাড়া জুড়ে এখন একটাই প্রশ্ন— কে বলছেন সত্যি? রিয়া না অরিন্দম? সম্পর্কের ভাঙন যেমন ব্যক্তিগত, তেমনই এখন সেটি পেয়ে গেছে জনজীবনের রূপ। সময় বলবে, কোন প্রান্ত থেকে বেরিয়ে আসবে “আসল সত্যি!”
উল্লেখ্য, গত নভেম্বরের এক সোমবারের সকালে সমাজ মাধ্যমে রিয়া লেখেন, “আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। যদি তাঁর সম্পর্কে কিছু জানার থাকে তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না। কাজ সংক্রান্ত কিছু জিজ্ঞাস্য থাকলে অবশই যোগাযোগ করতে পারেন।” রিয়ার এই পোস্ট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ওই পোস্টে অনেকেই অভিনেত্রীকে নতুন শুরুর জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
২০২৪-এর ডিসেম্বরে নিজের সন্তান-সম পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েছিলেন রিয়া গঙ্গোপাধ্যায়। দু’দিন আগেই সমাজমাধ্যমে তিনি জানিয়েছিলেন তাঁর প্রিয় পোষ্য ক্যান্ডি অসুস্থ। সকলে যেন প্রার্থনা করেন যাতে সে সুস্থ হয়ে যায়। তবে অনেক চেষ্টা করেও ক্যান্ডিকে আর নিজের কাছে ধরে রাখতে পারলেন না রিয়া। মৃত্যু হয়েছে তাঁর পোষ্যের। সামাজিক মাধ্যমে সেই কথা নিজেই জানিয়েছিলেন তিনি-“স্বপ্ন বলে ডাকব তোকে, কল্পনায় মনে রাখব, সৃষ্টি হয়ে যখন তখন প্লিজ ধরা দিস, তুই ভাল থাকিস, আমার সব উইশ ফুলফিল করে এভাবে ছেড়ে চলে গেলি আমাদের! বুক ফেটে যাচ্ছে, আমার সান্তা। তু্ই শান্তি তে ঘুমা, ভাল থাক,ভাল রাখিস তোর ভালবাসার মানুষগুলোকে।”
