নিজস্ব সংবাদদাতা: ১০ ডিসেম্বর বিয়ে করেন পূর্বাশা রায় এবং আদিত্য চৌধুরী। বিয়ের পর নতুন শুরুর সুখবর দিলেন অভিনেত্রী। সংসার সামলে আবার ক্যামেরার সামনে পূর্বাশা। নতুন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তাঁকে।
আকাশ আট-এ অচিন্ত্যকুমার সেনগুপ্তর 'প্রথম কদম ফুল' গল্পকে কেন্দ্র করেই শুরু হচ্ছে সাহিত্য নির্ভর ধারাবাহিক। এর আগে বড়পর্দায় দর্শক দেখেছেন 'প্রথম কদম ফুল' ছবি। ছোটপর্দায় প্রথমবার ফুটে উঠবে এই গল্প। এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পূর্বাশা। 'সুকান্ত' ও 'কাকলি'র জীবনকে কেন্দ্র করে মূলত গল্প এগোলেও এদের মাঝখানে দেখা যায় 'বিনতা'কে। 'বিনতা'র চরিত্রেই অভিনয় করছেন পূর্বাশা।
প্রসঙ্গত, 'সুকান্ত'র চরিত্রে দেখা যেতে চলেছে শৌভিক বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, 'কাকলি'র চরিত্রে অভিনয় করছেন সৌমি বন্দ্যোপাধ্যায়। গল্পে কলেজে কাকলির খুব কাছের বন্ধু বিনতা। দু'জন সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। পারিবারিক আর্থিক স্বচ্ছলতা হোক বা জীবনযাপন একে অপরের থেকে সম্পূর্ণ উল্টো। কাকলি ও সুকান্তর ক্ষেত্রেও তাই। কাকলি ও সুকান্ত একে অপরকে বেশ পছন্দ করে, অন্যদিকে এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারে না বিনতা। তার মতে সুকান্তর সঙ্গে কাকলির কোনও মিল নেই, বরং বিনতার সঙ্গে বিয়ে হলেই সে সুখী হবে।
কিছুদিনের বিরতি নিয়ে কাজে ফেরায় খুশি পূর্বাশা। একদিকে সংসার, নিজের বুটিক সামলে আবার নতুন চরিত্র নিয়ে দর্শকদের কাছে ফিরতে পেরে দারুণ খুশি পূর্বাশা রায়। ফেব্রুয়ারি মাসেই সম্প্রচার শুরু হবে এই ধারাবাহিকের।
