নিজস্ব সংবাদদাতা: টলিউড ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছেন অভিনেত্রী মিশমি দাস। তাই 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে তাঁর 'রোহিনী'র চরিত্রে দেখা যাচ্ছে সৌমি দে-কে। কারণ, ইতিমধ্যেই মিশমি কাজ শুরু করে দিয়েছেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ। নতুন চরিত্রের নাম ‘রূপু’, আর সেই নিয়েই নতুন ইনিংস শুরু মিশমির। আগেও হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন, তবে এবার বিষয়টা অনেক বেশি সিরিয়াস ও স্থায়ী। নতুন চ্যানেল, নতুন ভাষা, নতুন শহর, নতুন চরিত্র—সব মিলিয়ে একেবারে ফ্রেশ স্টার্ট।
নতুন শুরুতে অভিনেত্রী পাশে পেয়েছেন সুজন সেনগুপ্তকে। পেশায় তিনি সঙ্গীত শিল্পী। সম্প্রতি, সমাজমাধ্যমে সুজনের সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে মিশমি লেখেন, 'এমন একটা শহরে এসেছিলাম, যে শহর আমার কাছে একদম নতুন ছিল। রাস্তাঘাট থেকে শুরু করে আকাশটাও কেমন যেন অপরিচিত মনে হচ্ছিল। সবকিছু কেমন বদলে যাচ্ছিল, হারিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তুমি এলে। ঠিক যেন একটা শান্ত সুরের মতো চারপাশের কোলাহলকে দমিয়ে দিলে।'
মিশমি আরও লেখেন, 'তুমি ধীরে ধীরে আমার একাকীত্বকে হাসিতে বদলে দিয়েছো। অপরিচিত শহরটাকে নিজের করে নিতে সাহায্য করেছো। এখন শুধু সময়কে উপভোগ করতে শিখেছি। সঠিক সময়, সঠিক পরিস্থিতির অপেক্ষায় শুধু
থাকি না, আমি ম্যাজিকে বিশ্বাস করি।'
মিশমির এই পোস্টে তাঁকে ভালবাসা জানিয়েছেন বিনোদন জগতের কাছের বন্ধুরা। এদিকে, নেটিজেনদের মনে প্রশ্ন উঠছে, তবে কি প্রেমিকের পরিচয় এভাবেই সামনে আনলেন মিশমি? যদিও সুজনকে প্রেমিক বলে পরিচয় না দিলেও মিশমি বুঝিয়ে দিয়েছেন এখন তাঁর ভাল থাকার অন্যতম কারণ সুজন।
