নিজস্ব সংবাদদাতা: ভয়ানক দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার। নিমতলা ঘাটে ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়ে ঘটে দুর্ঘটনা। আচমকা একটি বিদ্যুৎ সংস্থার গাড়ির সঙ্গে অভিনেত্রীর গাড়ির ধাক্কা লাগে। এখন কেমন আছেন অভিনেত্রী? নিজেই সেই বিষয়ে জানিয়েছেন তিনি।
সোমবার সকালে প্রিন্সেপ ঘাটে শুটিং ছিল মধুমিতার। রাতে শুটিং শুরু হওয়ার আগে কিছুক্ষণের জন্য সময় ফাঁকা পেয়েছিলেন তিনি। সেই সময়েই ভূতনাথ মন্দিরে যাবেন বলে ঠিক করেন। আর তখনই মন্দিরে যাওয়ার পথে ঘটে বিপদ। একটুর জন্য প্রাণে বেঁচে যান অভিনত্রী। দুঘর্টনাস্থল থেকেই ফেসবুক লাইভে শিউরে ওঠা অভিজ্ঞতার কথা জানান মধুমিতা।
অভিনেত্রী জানিয়েছেন, গাড়ির পিছনের সিটে বসেছিলেন তিনি। আচমকাই একটি বিদ্যুৎ সংস্থার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। কোনওক্রমে বিপদ থেকে রক্ষা পেয়েছেন। ভগবানের উপর আস্থা রেখেছেন তিনি। দুর্ঘটনার পরও মন্দিরে গিয়ে পুজো দেন। দুর্ঘটনার জেরে মধুমিতার গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘাতক গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাঁকে আটকানো হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। অভিনেত্রী নিজে গাড়ি থেকে নেমে একটি ভিডিও করেন। যেখানে দেখা গিয়েছে, নায়িকার সঙ্গে ছিলেন তাঁর সহকারি। তিনি গাড়ির চাবি খুলে নেন। অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘অনেক বাজে কিছু হতে পারত। মহাদেবের কৃপায় তা হয়নি। আমি একেবারে সুস্থ রয়েছি।’
ছোটবেলা থেকেই শিব-ভক্ত মধুমিতা সরকার। ক’দিন আগে দেওঘরেও দেখা গিয়েছিল তাঁকে। এমনকী, মাঝ রাতে দেওঘরের রাস্তায় দাঁড়িয়ে নারী সুরক্ষার কথাও লিখেছিলেন সমাজমাধ্যমে। রাত ২টোর সময়ে রাস্তায় নির্বিঘ্নে ঘুরে বেড়ান অভিনেত্রী। কেউ তাঁকে উত্যক্ত বা কুরুচিকর মন্তব্য করছেন না বলেও জানান। মন্দিরে প্রণাম করেই মধুমিতাকে বলতে শোনা যায়, “এখন রাত দুটো। এই সময়ে এমন নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না।” আবার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়েরও বিরুদ্ধেও মুখ খুলেছিলেন মধুমিতা।
