নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই বড়দাদার প্রতি মায়ের ভূমিকা পালন করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। জীবনসঙ্গী খুঁজে বিয়ে দিয়েছেন দাদার। আর এবার পালন করলেন নিজের ২৭ তম বিবাহবার্ষিকী। ২৭টি বসন্ত পার করে স্বামী অতনু হাজরাকে কী বললেন অপরাজিতা? সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এদিনের বিশেষ মুহূর্তের ঝলক।

অপরাজিতার ভাগ করে নেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁদের দু'জনের জন্য একটি ঘর আলো আঁধারিতে সাজানো হয়েছে। কেক কেটে সেলিব্রেশন হল বিবাহবার্ষিকীর। একে অপরকে কেক খাইয়ে দিলেন অতনু-অপরাজিতা। এমনকী এদিন অতনুর জন্য দরাজ গলায় গানও গাইতে দেখা গেল অভিনেত্রীকে। গানে গানেই জানালেন ভালবাসার কথা।

ওই ভিডিওর ক্যাপশনে অপরাজিতা লেখেন, "সাতাশটি বসন্ত পেরিয়ে আঠাশে পা। এই বেশ ভাল আছি। আর মজার ব্যাপার হল আমি জীবনের সাতাশটি বসন্ত পেরোনোর পর, আমার দাদা এই প্রথম বসন্তের দিকে পা বাড়াল। অদ্ভুত ভাবে দাদার বিবাহের দিন ২ আগস্ট, আমার ৮, এবং আরও একটা মজার ব্যাপার হল বাবা ১৫ আগস্টের দিন পরাধীনতা বরণ করে মাকে বিবাহ করেন। আর অগত্যা একজন মানুষ স্বাধীনতা দিবসের দিন পরাধীন হন।"

তিনি আরও লেখেন, "বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক প্রীতি এবং সমবয়সীদের আমার অনেক শুভেচ্ছা। প্রত্যেকে কামনা করবেন আমরা যেন আরও দীর্ঘ পথ পেরিয়ে যেতে পারি আর ঈশ্বর যেন সবসময় আমাদের সঙ্গেই থাকেন।"

প্রসঙ্গত, আবারও শুটিং ফ্লোরে ফিরেছেন অপরাজিতা আঢ্য। মানসী সিনহা পরিচালিত '৫নং স্বপ্নময় লেন' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে।