মেয়েকে নিয়েই এখন দিন কাটছে তাঁর। মাত্র ২১ বছর বয়সে মা হয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। তাই রোজ নতুন কিছু শিখছেন তিনি। অন্তঃসত্ত্বা থাকালীন অহনা মাঝেমধ্যেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তার দৈনন্দিন রুটিন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই ঠিক করে ফেলেছিলেন তার নাম। কিছুদিন আগেই প্রকাশ্যে এনেছেন মেয়ের নাম।

 

 

যদিও অহনা মেয়ের মুখ দেখাননি এখনও পর্যন্ত। কিন্তু নামটা প্রকাশ্যে এনেছেন। অহনা জানিয়েছেন মেয়ের নাম রেখেছেন 'মীরা'। আসলে শাশুড়ি মার নামে মেয়ের নামকরণ করেছেন অভিনেত্রী। মেয়ের জন্মের পর দীপঙ্কর জানিয়েছিলেন, তাঁর মনে হয়েছে তাঁদের সন্তান রূপে তাঁর মা-ই ফিরে এসেছেন। তাই মেয়ের নামও মায়ের নামেই রেখেছেন অহনা-দীপঙ্কর।

 


একরত্তি মীরাকে নিয়ে নানা ভিডিও সমাজমাধ্যমে ভাগ করতে দেখা যায় অহনাকে। কখনও মেয়ের সঙ্গে তিনি খেলছেন, কখনও আবার নতুন মা হিসেবে নতুন কিছু উপলব্ধি করার কথাও অবলীলায় ভাগ করে নেন অহনা। ফেসবুকে ও ইনস্টাগ্রামে নানারকম ভিডিও প্রকাশ্যে আনলেও  কিন্তু এখনও পর্যন্ত ইউটিউব-এ তাঁর কোনও চ্যানেল নেই। এ দিকে ছোটপর্দার খলনায়িকার নানা ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছে ইউটিউবে। কী করে হচ্ছে এমনটা?

 


ফেসবুকে ভিডিওর মাধ্যমে এমন অভিযোগই জানালেন অহনা। তাঁর নামে ভুয়ো ইউটিউব চ্যানেল। শুধু তা-ই নয়, সেই সঙ্গে আবার অভিনেত্রীর তৈরি ভিডিওগুলোও ব্যবহার করা হয়েছে সেই চ্যানেলগুলিতে। যা দেখে আরও বিরক্ত অহনা। বলেন, “অনেক দিন ধরেই বলছিলেন আপনারা। কিন্তু পদক্ষেপ নিইনি। আগামিদিনে করব। ওই চ্যানেলগুলি আমার নয়। শীঘ্রই নতুন ইউটিউব চ্যানেল আসবে আমার।”

 

 


শুধু তাই-ই নয়, ভুয়ো চ্যানেলগুলোকে শনাক্ত করে অহনা তাঁর ভিডিওতে দেখিয়ে দিয়েছেন। অনুরাগীদের সেই সব চ্যানেলের ভিডিও থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।   

 

 

আরও পড়ুন: বৌঠানের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল স্বতন্ত্র! 'নতুনকাকু'কে কি মায়ের দ্বিতীয় স্বামী হিসেবে মেনে নেবে কমলিনীর ছেলেমেয়েরা? 

 

 

মেয়েকে নিয়ে সমাজমাধ্যমে নানা ভিডিও ভাগ করেন অহনা। কখনও একরত্তির দুষ্টুমি, কখনও তার খাওয়ার রুটিন, কখনও আবার মেয়ের সঙ্গে সময় কাটানোর মুহূর্তদের সমাজমাধ্যমে তুলে ধরেন তিনি। কিছুদিন আগেই অভিনেত্রীর ওই ভিডিওতে নাকি কিছু নেতিবাচক মন্তব্য আসছিল। যার জবাব হাসিমুখেই দিয়েছিলেন অহনা।

 

 

সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করে অহনা ওই নেতিবাচক মন্তব্যের জবাব দেন। ভিডিওর শুরুতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, "মীরার ভিডিও আপনারা অনেকেই খুব ভালবাসেন। ওকে অনেক ভালবাসা দেন। আমাদের খুব ভাল লাগে। আশা করি, ও যখন বড় হবে তখন ওর খুব ভাল লাগবে। কিন্তু কয়েকটা কমেন্ট বারবার আসছে। এবার তার জবাব দেব, যাতে কষ্ট করে আপনাদের আর ওই কমেন্টগুলা করতে না হয়।"

 


অহনা বলেছিলেন, "অনেকেই বলছেন, আমিও ঠিক যেমন করেছি, আমার মেয়েও আমার সঙ্গে ঠিক তেমনই করবে। এখানে বলতে চাই, আমি যা করেছি তা যদি আমার মেয়ে করে, মানে বড় হয়ে নিজের পছন্দ করা ছেলের হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, তখন আমি কী করব? আমি কখনও সেই সময় মেয়েকে বলব না, তুই যাচ্ছিস যা, গলার চেনটা খুলে রেখে যা। আমি ওকে ফোন করব, ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, কারণ আমার মেয়ে যে ছেলেটির সঙ্গে বাড়ি ছেড়েছে সে খারাপ হলে আমার মেয়ের কী হবে? তাই যোগাযোগটা রাখব।"

 


সেই সময় অভিনেত্রী আরও বলেছিলেন, "এরপর আমার পরিবারে যদি কেউ মারা যান, তখন মাঝরাতে যদি আমার মেয়ে বারবার ফোন করে, দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, কষ্ট পায়, বারবার বলে শেষ দেখা দেখবে তার প্রিয় মানুষকে তখন কিন্তু আমি তাকে ঘরে ঢুকতে দেব। আমার মেয়ে যদি আমার মতো কাজ করে তাহলে আমি খুশিই হব। কারণ, ল্যাম্বরগিনি চড়া ছেলেটি যদি মেয়েকে ভাল না রাখতে পারে, তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ কী হবে? তাই ও সুখে থাকলেই আমিও সুখে থাকব।"