নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় ফের নতুন জুটি। ফিরছেন 'বিয়ের ফুল' ধারাবাহিকের নায়ক শৌভিক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে দেখা যেতে চলেছে সৌমি বন্দ্যোপাধ্যায়কে। যদিও সৌমিকে দর্শক দেখেছেন বহু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে। তবে এবার একেবারে নায়িকা হয়ে ফিরছেন তিনি।
আকাশ আট-এ অচিন্ত্যকুমার সেনগুপ্তর 'প্রথম কদম ফুল' গল্পকে কেন্দ্র করেই শুরু হচ্ছে সাহিত্য নির্ভর ধারাবাহিক। এর আগে বড়পর্দায় দর্শক দেখেছেন 'প্রথম কদম ফুল' ছবি। ছোটপর্দায় প্রথমবার ফুটে উঠবে এই গল্প। 'সুকান্ত' ও 'কাকলি'র জীবনকে কেন্দ্র করে মূলত গল্প এগোয়। এই দুই চরিত্রে থাকছেন শৌভিক-সৌমি। তাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হিসাবে দেখা যায় 'বিনতা'কে। 'বিনতা'র চরিত্রেই অভিনয় করছেন অভিনেত্রী পূর্বাশা রায়।
গল্পে কলেজে কাকলির খুব কাছের বন্ধু বিনতা। দু'জন সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। পারিবারিক আর্থিক স্বচ্ছলতা হোক বা জীবনযাপন একে অপরের থেকে সম্পূর্ণ উল্টো। কাকলি ও সুকান্তর ক্ষেত্রেও তাই। কাকলি ও সুকান্ত একে অপরকে বেশ পছন্দ করে, অন্যদিকে এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারে না বিনতা। তার মতে সুকান্তর সঙ্গে কাকলির কোনও মিল নেই, বরং বিনতার সঙ্গে বিয়ে হলেই সে সুখী হবে। এরপর কোন দিকে মোড় নেবে গল্প? তা সময়ই বলবে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রোমো শুটিং। কিছুদিনের মধ্যেই সম্প্রচার হবে নতুন এই ধারাবাহিক। এদিকে, শেষ হবে 'অনুপমার প্রেম'।
