আজকাল ওয়েবডেস্ক: টলিউডে একের পর এক অভিনেতা-অভিনেত্রী মা বাবা হওয়ার সুখবর দিচ্ছেন। এবার বাবা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। 

 

কিছুদিন আগেই অভিনেতা ঘটা করে স্ত্রীর সাধের অনুষ্ঠান পালন করেন বাড়িতে। তবে তার আগে স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার কথা জানতে দেননি সায়ন। ছোট পর্দা, জি বাংলা অরিজিনালস এবং ওয়েব সিরিজের পরিচিত মুখ সায়ন। ‘হয়তো তোমারই জন্য’, :তুমি আশে পাশে থাকলে’-এর মত একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সায়ন। মুখ্য চরিত্রে কম দেখা গেলেও পার্শ্ব চরিত্রে অত্যন্ত জনপ্রিয় মুখ এই অভিনেতা। তবে কয়েকদিন ধরে পর্দায় দেখা যাচ্ছে না এই অভিনেতাকে, হয়তো তার অন্যতম কারণ ছিল স্ত্রী মিশমি বন্দ্যোপাধ্যায়ের খেয়াল রাখা এবং পাশে থাকা। যদিও সামাজিক মাধ্যমে নিজে এই সুখবর দেননি অভিনেতা, কিছুদিন আগে তাঁর স্ত্রীর সাধের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মানালি দে। মানালি নিজের সামাজিক মাধ্যমে সায়ানের এই সুখবর জানিয়ে তাঁকে শুভেচ্ছা বার্তা দেন। আসলে বহু বছর ধরেই সায়ন এবং তার স্ত্রীর সঙ্গে অত্যন্ত ভাল সম্পর্ক রয়েছে মানালি এবং অভিমন্যুর। ‘ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না', একথা কিন্তু এক্ষেত্রে একেবারেই ঠিক নয়। মানালি এবং অভিমন্যু অভিনেতার বহু বছরের বন্ধু, একসঙ্গে যে তাঁরা বহু কাজ করেছেন এমনটা নয়। তবে কাজের বাইরেও তাঁদের সুন্দর একটা সম্পর্ক রয়েছে, তাঁরা যেন একে অপরের পরিবার হয়ে উঠেছেন। তাই সামাজিক মাধ্যমে নিজেই এই সুখবর দিলেন মানালি। আজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সায়নের স্ত্রী মিশমী। প্রথমবার বাবা হওয়ার আনন্দ নিজের ভাষায় যেন প্রকাশ করতে পারছেন না সায়ন। মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছেন। 

 

টলিউডে একের পর এক বাবা-মা হবার সুখবর দিচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা। কিছুদিন আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অহনা দত্ত। ইতিমধ্যে ষষ্ঠী পুজো করে সন্তানের নাম ঠিক করেছেন মীরা। শাশুড়ি মায়ের নামেই তার নাম রেখেছেন অহনা। সামাজিক মাধ্যমে মেয়েকে সামনে আনলেও তার মুখ প্রকাশ্যে আনেননি এখনও। মাত্র ২১ বছর বয়সে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অহনা, মাতৃত্ব অত্যন্ত উপভোগও করছেন অভিনেত্রী। সন্তানের যত্ন নেওয়ার পর আবার কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন মানসী। তবে সন্তানের ৩-৪ মাসের মধ্যেই নতুন কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই স্টার জলসার রানী ভবানী ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মানসী, অন্তঃসত্ত্বা অবস্থাতেও অভিনয় করেন তিনি। ঠিক যেমন অনিন্দিতা রায়চৌধুরী, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন আগে অবধিও অভিনয় করে গেছেন অনিন্দিতা। ‘তেতুল পাতা’-র শুটিং ফ্লোরে ঘটা করে সাধের আয়োজন হয়েছিল অনিন্দিতার জন্য। ইতিমধ্যেই আবার কাজ শুরু করে দিয়েছেন অনিন্দিতাও। আগে অভিনেতা-অভিনেত্রীদের, বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে বিয়ে হওয়া মানেই যেন ছিল খানিকটা পিছিয়ে পরা। তবে এখন সেই ধারণা সম্পূর্ণ বদলে গিয়েছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় কোয়েল মল্লিক-সহ একাধিক অভিনেত্রী সন্তানকে সামলানোর পাশাপাশি চুটিয়ে কাজ করে চলেছেন। কোয়েল এবং শুভশ্রীও দুই সন্তানের মা, ইতিমধ্যে মুম্বাইতে নতুন বিজ্ঞাপনের কাজ করে এলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাতৃত্ব যে আসলে কাজের ক্ষেত্রে কোন বাধা নয়, তা বারবার বুঝিয়ে দিচ্ছেন বলিউড থেকে টলিউডের একাধিক তারকা।