আজকাল ওয়েবডেস্ক: বাংলা সিনেমা কেন পিছিয়ে পড়ছে? এই প্রশ্ন মাঝেমধ্যেই উঁকি দেয় বাংলার সিনেপ্রেমীদের মনে। যেখানে অর্ধশতক আগেও বিশ্বের দরবারে ভারতীয় সিনেমাকে পৌঁছে দিয়েছে বাংলা ছবি, সেখানে আজ কেন হতশ্রী দশা টলিপাড়ার? এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

একটি ইংরেজি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলার প্রিয় ‘বুম্বাদা’কে প্রশ্ন করা হয় বাংলা ছবির অধঃপতন নিয়ে। সেখানেই বাংলা সিনেমার অধঃপতনের কারণ ব্যাখ্যা করেন প্রসেনজিৎ। বুম্বাদার কথায়, বাংলায় যে ভাল ছবি তৈরি হচ্ছে না এমন নয়। বরং শেষ কয়েক বছরে বাংলা ছবির সাফল্যের হার অন্য আঞ্চলিক ইন্ডাস্ট্রির থেকে ভাল বলেই মনে করেন তিনি। প্রসেনজিতের দাবি, ৭০ থেকে ৮০ শতাংশ ছবিই ভাল ব্যবসা করেছে। প্রচুর অর্থ না এলেও বিনিয়োগের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন অভিনেতা। পাশাপাশি নাম না উল্লেখ করেই অঙ্ক কি কঠিন ছবির প্রসঙ্গ টেনে প্রসেনজিৎ জানান, গুণমানের দিক থেকেও মোটেই পিছিয়ে নেই বাংলা ছবি। 

কিন্তু এত কিছু সত্ত্বেও প্রসেনজিতের স্বীকারোক্তি, “আমার মনে হয়, যেটা আমরা মিস করছি, বা বিগত দিনে করেছি, সেটা হল, আমরা চেষ্টা করা সত্ত্বেও বাংলাদেশ বা বাংলাকে একটা বাজার হিসাবে তৈরি করতে পারিনি।” যেখানে বাংলা পৃথিবীর অন্যতম বহুল প্রচলিত ভাষা সেখানে পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ছবিকে আন্তর্জাতিক ভাবে বাজারজাত করা যায়নি বলেও মত তাঁর। কিছুদিন আগে প্রকাশিত ওয়েব সিরিজ ‘খাকি’র প্রসঙ্গ টেনে তিনি জানান, সেই সিরিজটি সফল হয়েছে বাঙালি সংযোগের জন্যেই। কাজেই ছবির বিপণন করতে ব্যর্থ হওয়ার কারণেই বাংলা ছবি পিছিয়ে পড়ছে বলে মত তাঁর।