ধারাবাহিকের নিত্যনতুন মোড় দর্শকের মনোযোগ আকর্ষণ করার জন্য উঠেপড়ে লেগেছে। প্রায় প্রতিদিনই নতুন টুইস্টে নজর কাড়ছে স্টার জলসার ধারাবাহিক 'শুভ বিবাহ'। টিআরপিতেও এক থেকে দশের মধ্যে থাকতে দেখা যায় এই মেগাকে। তেজ-সুধার জীবনের নানা গল্প নিয়ে এগোচ্ছে এই ধারাবাহিক। ইতিমধ্যেই দূরত্ব ভুলে ফের কাছাকাছি আসছে তারা।‌ তাদের ছোট্ট মেয়ে বাবা-মার অভিমান ভুলিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে। 

 

তবে এর মধ্যেই একেবারে নতুন রূপে হাজির পর্দার 'সুধা', ওরফে অভিনেত্রী সোনামণি সাহা। ছদ্মবেশে দারুণ মানিয়েছে তাঁকে। কী ছদ্মবেশ ধরেছেন অভিনেত্রী? বর্তমানে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে নায়িকার ছবি। ছবিগুলোতে সোনামণিকে দেখা যাচ্ছে পুলিশের উর্দিতে। কলকাতা পুলিশের উর্দিতে নিজেকে একেবারে অন্য রূপে তুলে ধরেছেন অভিনেত্রী। কিন্তু হাতে রয়েছে সুধার মতো শাঁখা-পলা। 

 

সোনামণির এই লুক যে 'শুভ বিবাহ'র নতুন চমকের জন্য তা তো বলাই বাহুল্য। ধারাবাহিকের নতুন মোড়ে কোনও এক রহস্যের সমাধানে এই ছদ্মবেশ ধারণ করেছে সুধা। কিন্তু পুলিশের ছদ্মবেশে কোন অপরাধীর মুখোশ খুলে দেবে সে? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।

 

আরও পড়ুন: প্রথমবার জুটি বাঁধলেন ঋষি-রুকমা, রাতের ঘুম উড়িয়ে দিতে আসছে নতুন বাংলা ক্রাইম থ্রিলার!

 

সমাজমাধ্যমে নিজের নতুন লুকের ছবিগুলো ভাগ করেছেন সোনামণি। রবিবার বিশ্ব বন্ধুত্ব দিবসে আরও এক চমক এল অনুরাগীদের জন্য। আরও একবার স্পষ্ট হল প্রতীক সেনের সঙ্গে নায়িকার অটুট 'বন্ধুত্ব'-এর কথা। সোনামণিকে নতুন লুকে দেখে অবাক প্রতীকও। তিনি মন্তব্য করেছেন 'গাড়ি ধরলে কি কল করা যেতে পারে?' সোনামণিও কম যান না, তিনি প্রতীকের মন্তব্যের জবাবে লেখেন, 'হ্যাঁ নিশ্চয়ই, তবে গাড়ি চালকের ভুল থাকলে অ্যারেস্ট করে নিতে পারি।' পাল্টা প্রতীক লেখেন, 'আচ্ছা, তাহলে আজ ফ্রেন্ডশিপ ডেতে কি পুলিশের সঙ্গে বন্ধুত্ব করা যেতে পারে!' এর উত্তরে আহ্লাদে আটখানা হওয়ার এক ইমোজি দেন সোনামণি। 

 

প্রতীক-সোনামণির এই খুনসুটি নজর এড়ায়নি নেটিজেনদের। তাঁরা এ নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন নেটপাড়ায়। আর তো নয় বেশি দিন, মিলব এবার দু'জনে.. 'মিলন তিথি'র সেই জনপ্রিয় গান যেন এখন টলিউডের এই 'লাভ বার্ডস'দের জন্যই। আর লুকিয়ে প্রেম নয়, সরাসরি নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি কিছুদিন আগে সমাজমাধ্যমে প্রকাশ্যে এনেছেন সোনামণি সাহা ও প্রতীক সেন। তবে কি খুব শীঘ্রই চার হাত এক করতে চলেছেন এই জুটি? অনেকেই ভাবতে শুরু করেছেন তেমন কথা। তবে এই জুটির মধ্যে শুধুই যে প্রেম এমনটা নয়, অনেক বিরহ-বেদনা, মান-অভিমানের পালা পেরিয়ে অবশেষে একসঙ্গে অনুরাগীদের প্রিয় 'সোনাতিক' জুটি।

 

 

প্রসঙ্গত, প্রতীক এবং সোনামণি দু'জনেই এখন ভিন্ন ধারাবাহিকে ব্যস্ত। কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসায় প্রতীক অভিনীত 'উড়ান'। এখন জি বাংলার 'দাদামণি' হয়ে ফিরেছেন তিনি। অন্যদিকে চলছে সোনামনির 'শুভ বিবাহ'। কিন্তু হাতে একটু সময় পেলেই একসঙ্গে সময় কাটাতে চলে যান দু'জন। এখন আর রাখঢাক বাদ দিয়ে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নিজেদের ভাল থাকার মুহূর্ত।