নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের কঠিন পরিস্থিতি নিয়ে আওয়াজ তুলেছেন এপার বাংলার তারকারাও। একের পর এক বিধ্বংসী পরিস্থিতির প্রতিবাদে সরব টলিপাড়ার তারকারা। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে দর্শনা বণিক এর আগে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলেন। এবার এই তালিকায় নাম লেখালেন জিৎ।
নিজের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের শান্তি কামনায় লিখলেন,"বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয় বিদারক। আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাব। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনও মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক। শান্তি বজায় থাকুক।"
এপার বাংলার সুপারস্টারের জনপ্রিয়তা ওপার বাংলাতেও রয়েছে। বাংলাদেশে ছবির সূত্রে গিয়েছিলেন জিৎ। তাই এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশে জন্য শান্তি কামনা করলেন অভিনেতা।
প্রসঙ্গত, টলিউড থেকে বাংলাদেশে কাজ করেছেন বহু অভিনেতা, অভিনেত্রীরা। বাংলাদেশী নাটক থেকে শুরু করে ছবিতেও দেখা গিয়েছে বহু টলি তারকাকে। বাংলাদেশের বহু তারকাকে একইভাবে দেখা গিয়েছে এপার বাংলার কাজে। দুই বাংলার যোগসূত্র হয়ে থাকে ছবি, সিরিজ। তাই সোনার বাংলার এই কঠিন পরিস্থিতিতে আবেগপ্রবণ এদেশের তারকারা।
নিজের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের শান্তি কামনায় লিখলেন,"বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয় বিদারক। আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাব। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনও মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক। শান্তি বজায় থাকুক।"
এপার বাংলার সুপারস্টারের জনপ্রিয়তা ওপার বাংলাতেও রয়েছে। বাংলাদেশে ছবির সূত্রে গিয়েছিলেন জিৎ। তাই এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশে জন্য শান্তি কামনা করলেন অভিনেতা।
প্রসঙ্গত, টলিউড থেকে বাংলাদেশে কাজ করেছেন বহু অভিনেতা, অভিনেত্রীরা। বাংলাদেশী নাটক থেকে শুরু করে ছবিতেও দেখা গিয়েছে বহু টলি তারকাকে। বাংলাদেশের বহু তারকাকে একইভাবে দেখা গিয়েছে এপার বাংলার কাজে। দুই বাংলার যোগসূত্র হয়ে থাকে ছবি, সিরিজ। তাই সোনার বাংলার এই কঠিন পরিস্থিতিতে আবেগপ্রবণ এদেশের তারকারা।
