নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির ট্রেলার। ছবির সঙ্গে যুক্ত প্রায় সকল অভিনেতা-অভিনেত্রী উপস্থিত থাকলেও এদিনও এলেন না মুখ্য অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। রহস্য রোমাঞ্চে ভরা এই গল্পে মূলত দু’টি সময় দেখানো হয়েছে, যেখানে বর্তমান সময়ের গল্পে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। গান-রহস্য-মজা সবকিছু মিলিয়েই আসলে এই ছবি। তবে এই ছবির কোনও প্রমোশনেই হাজির থাকলেন না আবীর।
টলিপাড়ায় গুঞ্জন, এই দূরত্বের কারণ পুজোয় অভিনেতার অন্য আরেকটি ছবি মুক্তি পেতে চলেছে। সেই প্রযোজনা সংস্থার সঙ্গে বিশেষ চুক্তিতে আবদ্ধ থাকার কারণেই এই ছবির প্রমোশনে আসতে পারবেন না বলে জানিয়েছেন আবীর চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই অবশ্য পরিচালক অনীক দত্ত এবং প্রযোজক ফিরদাউসল হাসান আবীরের অসহযোগিতার কথা জানিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। নিজেদের খারাপ লাগার কথাও জানিয়েছিলেন তাঁরা। তবে এই বিষয় নিয়ে আবীরের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ তাঁরা করবেন না বলেই জানিয়েছিলেন।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র‍্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে 
এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পরিচালক অনীক দত্তকে জিজ্ঞাসা করা হয়, এই অনুষ্ঠানের আগে আবীরকে কি তিনি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন? অনীক দত্ত বলেন, “আমি আবীরকে মেসেজ করে জানতে চেয়েছিলাম ছবির ট্রেলার লঞ্চে আসাও কি আলাদা করে প্রমোশনের মধ্যে পড়ে? তবে আমার প্রশ্নের কোনও উত্তর দেয়নি আবীর। ও যেটা ভাল মনে করেছে সেটাই করেছে। এখন নানান ধরনের প্রমোশন হয়। আমার ছবিতে সেই ধরনের প্রমোশন কখনও করিনি। ছবির কনটেন্ট এবং দর্শক অনুযায়ী প্রমোশনের প্রয়োজন পড়ে। তবে ছবির গল্প তেমন না হলে প্রমোশনের পুরো টাকাটাই আসলে নষ্ট হয়। আমি তো তেমন প্রমোশন করছি না, কিন্তু তাতেও যদি কেউ না আসার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমার আর কিছু বলার নেই। তবে আমার মনে হয় প্রমোশন ছাড়াও ভাল ছবি হলে তা এমনই চলবে। দর্শকেরাও হলে আসবেন।”
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র‍্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে 
এই ঘটনার পর কি আর আবীর চট্টোপাধ্যায়-এর সঙ্গে কাজ করবেন পরিচালক অনীক দত্ত? পরিচালকের জবাব, “যদি চরিত্রের কারণে আবীরকে প্রয়োজন হয় হয়তো করব। তবে যদি আমি আর ছবি করি। বর্তমান পরিস্থিতিতে আমার আর ছবি করার ইচ্ছে নেই, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আমার মনে হয়েছে সরে আসাই ভাল। তবে যদি কোনও ছবি করি এবং সেখানে আবীরকে প্রয়োজন হয় তাকে বলব। মান-অভিমানের কোনও জায়গা নেই। ওর কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে ও সেটাই করেছে। এক্ষেত্রে বলে রাখি, অপরাজিত ছবির ক্ষেত্রে আবীর ছিল আমার প্রথম পছন্দ, এমনকী ওর সঙ্গে আমার কথাও হয়ে গিয়েছিল। তবে শেষ কয়েকটি ডেট নিয়ে সমস্যা হওয়ায় আর কাজ এগোয়নি। এরপর হঠাৎ করেই জিতুর সঙ্গে আলাপ হয়, তারপর ছবিটা যেমন হওয়ার হয়েছে। তাই এরপর যদি আবার কোন চরিত্রে আমার মনে হয় আবীর যথার্থ, আমি অবশ্যই তাকে বলব।”
প্রসঙ্গত, এই ছবি ট্রেলার সামাজিক মাধ্যমেও ভাগ করে নেননি আবীর চট্টোপাধ্যায়। আবার এ কথাও ঠিক যে এই মুহূর্তে ‘রক্তবীজ ২’ ছবির প্রোমোশনেও তেমন ভাবে দেখা যাচ্ছে না আবীর চট্টোপাধ্যায়কে। তবে ভবিষ্যতে ‘রক্তবীজ ২’-এর প্রচারে তাঁকে দেখা যাবে বলেই মনে করছেন অনুরাগীরা।