নিজস্ব সংবাদদাতা: টিআরপির ওঠা পড়ায় অল্প দিনেই শেষ হচ্ছে ধারাবাহিক। ধারাবাহিকের মেয়াদ কমলেও নিত্য নতুন ট্যুইস্ট আসায় জমছে গল্প। সেই সঙ্গে চ্যানেলগুলোয় আসছে নতুন ধারাবাহিকও। কোথাও ফিরছেন চেনা মুখ,কোথাও আবার আসছেন নতুন নায়ক-নায়িকা।
স্টার জলসায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। প্রযোজনায় স্বর্ণেন্দু সমাদ্দারের 'ক্রেজি আইডিয়াজ মিডিয়া'। ফের একটি প্রেমের গল্প নিয়ে ফিরছেন তিনি। এবার তাঁর গল্পের নায়ক হতে চলেছেন অভিষেক বীর শর্মা। সূত্রের খবর, অভিষেকের বিপরীতে থাকতে পারে কোনও নতুন মুখ। এই মুহূর্তে চলছে নায়িকা বাছাই পর্ব।
জানা যাচ্ছে, প্রেমের গল্পের সাধারণ অনুপাতকে বাদ দিয়ে এক অন্যরকম গল্প ফুটিয়ে তুলবে এই মেগা। বর্তমানে একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে ধারাবাহিকের কাজ। হয়নি প্রোমো শুটিংও। টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, আগামী মাসেই শুরু হতে পারে এই মেগার শুটিং।
প্রসঙ্গত, এর আগে কালার্স বাংলার 'সোহাগ চাঁদ'-এ নায়কের চরিত্রে দর্শক শেষ দেখেছিলেন অভিষেককে। বেশকিছু বছর এই ধারাবাহিক চলার পর গত বছর ইতি টানে এই মেগা। তারপর থেকেই নায়কের ফেরার অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা। এবার নতুন নায়িকার সঙ্গে জুটি বেঁধে কতটা দর্শকের মন কাড়তে পারেন তিনি, এখন সেটাই দেখার।
