নিজস্ব সংবাদদাতা: টলি পাড়ায় তাঁদের প্রেমের কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। তবে বারবার অস্বীকার করলেও অবশেষে সামাজিক মাধ্যমে শার্লি মোদকের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিলেন অভিষেক বোস। আর কোনও লুকোচুরি নয়, প্রেম করছেন এই দুই তারকা, বুঝিয়ে দিলেন অভিষেক নিজেই। 

 

 

 

এই বছর প্রাক্তন প্রেমিকা সুরভীর সঙ্গে বিয়ের কথা থাকলেও বছর শেষ হতে না হতেই নতুন প্রেমে জড়ালেন অভিষেক বসু।‌ এই খবর বহুদিন ধরে শোনা গেলেও তা একাধিকবার অস্বীকার করেছেন দু'জনেই। প্রেমকে এতদিন বন্ধুত্বের নাম দিলেও এবার সরাসরি মনের মানুষকে চিনিয়ে দিলেন সামাজিক মাধ্যমে।‌

 

 

প্রথমবার শার্লিকে ট্যাগ করে অভিষেক লিখলেন, '২০২৪ আমায় তোমাকে দিয়েছে।‌ তাই এই বছরটাকে আমি হৃদয় দিয়ে ভালবাসি।' এতদিন অস্বীকার করলেও অভিষেক অবশেষে স্বীকার করে নিলেন ২০২৪ থেকেই তাঁদের দু'জনের প্রেমের শুরু। 

 

 

 

অন্যদিকে প্রেমিক মৃত্যুঞ্জয়ের সঙ্গেও বিচ্ছেদের কথা মেনে নিয়েছেন শার্লি। যদিও অভিষেকের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেননি তিনি, নিছক বন্ধুত্ব বলেছেন আগেও। জি বাংলার 'ফুলকি' ধারাবাহিকে শার্লি অভিষেকের প্রাক্তন প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন ঠিকই তবে বাস্তবে বর্তমান প্রেমিকা তিনিই। শোনা যাচ্ছে, শুটিংয়ের মাঝে অনেকটা সময় একসঙ্গে কাটান অভিষেক এবং শার্লি। এখন আর লুকোচুরি না করে নিজেরাই প্রেমে সিলমোহর দিলেন এই তারকা জুটি।