নিজস্ব সংবাদদাতা: চুটিয়ে প্রেম করছেন সোহেল দত্ত ও তিয়াসা লেপচা। এখন আর কোনও লুকোচুরি নয়। নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন তাঁরা নিজেরাই। তবে সোহেল থাকলেও তিয়াসার জীবনে শান্তির আসল কারণ অন্য কেউ, তিয়াসার মা-বাবাও নন। তাহলে কে সেই বিশেষ ব্যক্তি? সমাজমাধ্যমে তার সঙ্গে ছবি পোস্ট করে সেই কথা প্রকাশ্যে আনলেন তিয়াসা।
জি বাংলার 'কৃষ্ণকলি' ধারাবাহিকের মাধ্যমে প্রথম পর্দার সামনে আসেন অভিনেত্রী তিয়াসা লেপচা। প্রথম ধারাবাহিকেই দর্শকের মনে জায়গা করে নেন অভিনেত্রী। সেই সময় অবশ্য স্বামী সুবান রায়কে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন তিয়াসা। স্বামী সুবান রায়ের জন্যই টলিউডের কাজ শুরু, সেই কথা একাধিকবার স্বীকার করেছিলেন তিয়াসা। তবে ব্যক্তিগত কারণে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন দু'জনেই। তারপর থেকে নিজের জীবনটা একাই গুছিয়ে নিয়েছিলেন তিয়াসা লেপচা।
আরও পড়ুন: কী কারণে দূরত্ব তৈরি হয়েছিল? সত্যিই আলাদা হচ্ছে 'চিঙ্কি-মিঙ্কি'র পথ! কী জানালেন যমজ দুই বোন?
যদিও বিচ্ছেদের পর বিরতি নিয়েছিলেন অভিনয় জগৎ থেকে, কিন্তু কাজ থামাননি তিনি। নিজে একা লড়ে টলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে অতীতকে পিছনে রেখে জীবনে নতুন অধ্যায় শুরু করার কথা ভাবছেন তিয়াসা। সোহেলের সঙ্গে চুটিয়ে প্রেমের পাশাপাশি সোহেলের পরিবার বিশেষ করে হবু শাশুড়ির সঙ্গে বেশ সুন্দর সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে।
তবে সোহেল ছাড়াও তিয়াসার জীবনে আছে এমন বিশেষ এক ব্যক্তি যে আসলে তার ভাল থাকার এবং শান্তির আসল কারণ। 'কৃষ্ণকলি' ধারাবাহিক চলাকালীন সে আসে তিয়াসার জীবনে। ভাবছেন সোহেল থাকতেও কে সেই বিশেষ ব্যক্তি? সে হল তিয়াসার পোষ্য সারমেয়, তোজো। যাকে নিয়ে তিয়াশার অনেকটা সময় কেটে যায়। তিয়াসার জীবনে খারাপ সময় আসে তোজো।

তাঁর জীবন অনেকটাই বদলে দেয় এই পোষ্য। তাই এদিন সমাজমাধ্যমে তোজোর পাশে শুয়ে একটি ছবি পোস্ট করে তিয়াসা লিখেছেন, 'তুমিই সেই ব্যক্তি যে আমার জীবনের শান্তির কারণ, আমি তোমায় খুব ভালবাসি আমার পুকু।'
প্রসঙ্গত, কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসার 'রোশনাই'। এই ধারাবাহিকে অভিনেত্রী অনুষ্কার জায়গায় 'রোশনাই' চরিত্রে পরবর্তীতে দেখা যায় তিয়াসাকে। 'কৃষ্ণকলি' ধারাবাহিকের মাধ্যমে কাজ শুরু করার পর একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্র এই অভিনয় করেছেন তিয়াসা। তবে এই মুহূর্তে নিজের প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তার মধ্যে প্রথমেই রয়েছে তোজো। কিছুদিন আগে সোহেলের পাড়াতে খুঁটি পুজো অনুষ্ঠানে সোহেলের পরিবারের সঙ্গে দেখা যায় তিয়াসাকেও। এই ক'দিনেই সোহেলের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছেন তিয়াসা। প্রথম দিকে তাঁদের প্রেমের কথা স্বীকার করতে না চাইলেও এখন আর তা লুকিয়ে রাখেন না দু'জনের কেউই। মাঝে অবশ্য তাঁদের বিচ্ছেদের কথা শোনা যায়। তবে সম্পর্ক থাকলে মান অভিমান তো থাকবেই, এই সব দূরত্ব মিটিয়ে এখন আগের থেকে আরও কাছাকাছি সোহেল-তিয়াসা।
অন্যদিকে, সোহেলকে দর্শক এই মুহূর্তে দেখছেন জি বাংলার ধারাবাহিক 'মিত্তির বাড়ি'তে। এই মেগায় ধূসর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে।
