সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগেই চর্চার শিখরে ছিলেন বলি অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও সুনীতা নাকচ করেছেন। এদিকে, নানা মন্তব্যের কারণে শিরোনামে জায়গা করে নেন তাঁদের কন্যা টিনা আহুজাও। সম্প্রতি, এক সাক্ষাৎকারে গোবিন্দার মেয়ে হিসাবে বলিউডে তাঁর যাত্রা প্রসঙ্গে মুখ খুলেছেন।
টিনা জানান, কেরিয়ারের শুরুতে অনেকেই মনে করতেন তিনি সরাসরি কোনও বড় ব্যানারের ছবিতে অভিনয় করবেন। তাই কেউ তাঁকে অডিশনের জন্য ডাকতেন না। অনেক পরিচালক ও প্রযোজক ধরে নিতেন, তিনি হয়তো কাজের জন্য চেষ্টা করছেন না বা অডিশনে অংশ নিতে রাজি নন। ফলে, বলিউডে নিজের জায়গা তৈরি করা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল।
তিনি আরও জানান, তাঁর বাবা-মা বলিউডের কোনও গোষ্ঠীর সঙ্গে যুক্ত নন, ফলে তিনি অতিরিক্ত সুযোগ পাননি। তাঁর পরিবার বলিউডে পরিচিত হলেও, কাজের ক্ষেত্রে তাঁকে নিজের চেষ্টায় এগিয়ে যেতে হয়েছে। বাবার খ্যাতি ব্যবহার করতে চাননি, কারণ এতে তাঁর উপর অতিরিক্ত চাপ পড়ত এবং নিজের দক্ষতা প্রমাণ করা কঠিন হয়ে যেত।
টিনা জানান, তিনি ভাল চিত্রনাট্য পেলে কাজ করতে আগ্রহী। বর্তমানে তিনি শুধু ছবি নয়, ওয়েব সিরিজ এবং ক্যামেরার পিছনের কাজের দিকেও নজর দিচ্ছেন। তিনি মনে করেন, তাঁর প্রতিভা ও কঠোর পরিশ্রমই তাঁকে সাফল্যের দিকে নিয়ে যাবে। তাঁর মতে, পারিবারিক পরিচয় কেবলমাত্র সুবিধা দিতে পারে, কিন্তু সফলতার জন্য কঠোর পরিশ্রম আসল চাবিকাঠি।
