নিজস্ব সংবাদদাতা: বেশ কিছুদিন আগে খবরের কাগজে 'পাত্র চাই' বিজ্ঞাপন দেখে চোখ কপালে উঠেছিল অনেকের। কারণ যে মানুষটি সেই বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং পিসি সরকার জুনিয়র। তিন মেয়ের জন্য সুপাত্র খুঁজতে বিজ্ঞাপন দেন জাদুকর। পাত্র কি অবশেষে পাওয়া গেল? কী বললেন দুই কন্যা মৌবনী ও মুমতাজ?

 

 

টলিউডের এক অনুষ্ঠানে বহুদিন পর দুই বোনকে একসঙ্গে দেখা গিয়েছিল। বিজ্ঞাপনের মাধ্যমে সুপাত্রের খোঁজ কি পেলেন তাঁরা? এই প্রশ্ন উঠে আসতেই এক মুখ হাসি নিয়ে দুই বোনের জবাব, "এখনই বলা যাবে না, তবে সম্ভবত খুব শীঘ্রই সুখবর পাবেন সকলে।" এই উত্তরেই পরিষ্কার যে মনের মানুষ পেয়েছেন তাঁরা। সঙ্গে এও জানালেন, ওই বিজ্ঞাপনের জন্য বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে এবং এমন সব মজার ঘটনা ঘটেছে, যা নিশ্চয়ই একদিন সকলের সঙ্গে ভাগ করে নেবেন।

 


তবে সুখবর এই বছর না পরের বছর তা এখনই বলা যাবে না, সেটার জন্য অপেক্ষা করতে হবে, বলে জানান মৌবনী-মুমতাজ। তাহলে কি তিন বোন একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন? মৌবনী-মুমতাজের কথায়, "যদি সব ঠিক থাকে তাহলে হতেই পারে, তবে এর চেয়ে বেশি এখন আর কিছুই বলা যাবে না।" মৌবনী অবশ্য বুঝিয়ে দেন, মনের মানুষ তিনি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন এবং তাঁর সঙ্গে কথাবার্তাও চলছে প্রতিনিয়ত। 

 


যেমন মানুষের খোঁজে ছিলেন তেমনটাই পেয়ে গিয়েছেন তাঁরা তাই আর খোঁজার দরকার নেই।সবশেষে দুই বোন এও বলেন, "যাঁরা সুপাত্র পাচ্ছেন না, তাঁরা পুরনো নিয়ম মেনে বিজ্ঞাপন দিন তাহলে নিশ্চয়ই মনের মত মানুষ পেয়ে যাবেন।"