নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার অন্দরে ঘুরছে একের পর এক ধারাবাহিক শেষের খবর। সেই সঙ্গে পাল্লা দিয়ে আসছে নতুন ধারাবাহিকও। শেষের খবর আসতেও হার মানলো না সৃজন-পর্ণা। অন্যদিকে জোর টক্কর দিল 'ফুলকি'ও। ৭.৭ নম্বরে প্রথম স্থান দখল করলো জি বাংলার দুই মেগা 'নিম ফুলের মধু' ও 'ফুলকি'। 

 

দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার দুই ধারাবাহিক 'গীতা এলএলবি' ও 'কথা'। যৌথভাবে তাদের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানেও যৌথভাবে রয়েছে 'জগদ্ধাত্রী' ও 'কোন গোপনে মন ভেসেছে'। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। চতুর্থ স্থানে 'শুভ বিবাহ'। এই সপ্তাহে তেজ-সুধার ঝুলিতে ৬.১ নম্বর। পঞ্চমে রয়েছে স্টার জলসার দুই ধারাবাহিক 'উড়ান' ও 'রোশনাই'। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। শুরুর দিন থেকেই দর্শকমনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক দুটি। 


ষষ্ঠ স্থানে রয়েছে চার চারটি মেগা। ৫.৭ নম্বর পেয়ে এই জায়গা দখল করেছে 'অনুরাগের ছোঁয়া', 'আনন্দী', 'তেঁতুলপাতা' ও 'হরগৌরী পাইস হোটেল'। সপ্তমেও জোড়া ধারাবাহিক। ৫.৬ নম্বরে এই জায়গায় রয়েছে 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ও ' রাঙামতি তিরন্দাজ'। অষ্টমে জি বাংলার দুই ধারাবাহিক 'পুবের ময়না', 'মিঠিঝোরা'। প্রাপ্ত নম্বর ৪.৫। নামে ৪.০ নম্বরে রয়েছে 'দুই শালিক'। ৩.২ নম্বরে এই সপ্তাহে দশম স্থানে 'মালা বদল'। 


আসছে বেশকিছু নতুন ধারাবাহিক। ফিরছেন ছোটপর্দার পরিচিত মুখও। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোন ধারাবাহিকের দখলে থাকে সেরার সেরা তকমা এখন সেটাই দেখার।