নিজস্ব সংবাদদাতা: পর পর তিন সপ্তাহ ধরে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেছে জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'পরিণীতা'। চলতি সপ্তাহেও নিজের জায়গা ধরে রাখল এই ধারাবাহিক। ৮.০ নম্বরে 'বাংলা সেরা'র তকমা জিতল 'রায়ান-পারুল'-এর জুটি।

 

দ্বিতীয় স্থানে রয়েছে 'কথা'। এই সপ্তাহে টিআরপিতে ৭.৪ নম্বরে রয়েছে এই ধারাবাহিক। ৭.২ নম্বর পেয়ে তৃতীয় স্থানে 'গীতা এলএলবি'র সঙ্গে রয়েছে 'জগদ্ধাত্রী'। গল্পের নতুন মোড়ে এসেছে দারুণ চমক। সেই জেরেই টিআরপিতে ভাল ফল করেছে এই মেগা। এদিকে এই দুই ধারাবাহিকের সঙ্গে একই স্থানে জায়গা করে নিয়েছে 'ফুলকি'। 

 

চতুর্থ স্থানে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। পঞ্চমে ৭.০ নম্বরে রয়েছে 'রাঙামতি তিরন্দাজ''। চলতি সপ্তাহে ষষ্ঠ স্থানে 'উড়ান'। প্রাপ্ত নম্বর ৬.০। ৫.৯ নম্বরে সপ্তমে রয়েছে 'মিত্তির বাড়ি'। 

 

অষ্টমে ৫.৮ নম্বর পেয়ে রয়েছে 'আনন্দী'। অন্যদিকে এক সময়ের 'বাংলা সেরা' মেগা 'অনুরাগের ছোঁয়া' ৫.৩ নম্বরে রয়েছে নবমে। গল্পে একের পর এক চমক আসলেও দর্শকের মনে জায়গা করতে পারছে না এই ধারাবাহিক। যৌথভাবে এই জায়গায় রয়েছে স্টার জলসার 'রোশনাই'। দশমে রয়েছে 'গৃহপ্রবেশ'। প্রাপ্ত নম্বর ৫.২। 


অন্যদিকে, দর্শকদের মনোরঞ্জনের জন্য‌ প্রতিটা গল্পে আসছে নতুন চমক। এদিকে পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে নতুন ধারাবাহিকও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে সেরার সেরা হওয়ার লড়াইয়ে কোন ধারাবাহিক এগিয়ে থাকে এখন সেটাই দেখার।