ফের খেলা ঘুরল টিআরপি তালিকায়। চলতি সপ্তাহে বহুদিন পর নিজের হারানো জায়গা ফিরে পেল জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'। ৬.৯ নম্বর পেয়ে প্রথম স্থানে পারুল-রায়ান। দ্বিতীয় স্থানেও চমক! সবাইকে পিছনে ফেলে এগিয়ে এল স্টার জলসার 'রাঙামতি তীরন্দাজ'‌‌। মোটামুটি নিজের জায়গা ধরে রাখলেও এই সপ্তাহে বড়সড় চমক দিল এই মেগা। প্রাপ্ত নম্বর ৬.৬। তৃতীয় স্থানে রয়েছে 'পরশুরাম'। শুরু হওয়ার পর থেকেই টিআরপিতে একচেটিয়া রাজ করছিল এই ধারাবাহিক। মাঝে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র দাপটে খানিকটা পিছিয়ে এলেও দর্শকের কাছে 'সেরা'ই ছিল 'পরশুরাম'। এবার 'পরিণীতা'র কাছে হেরে তৃতীয় স্থানে ৬.৫ পেয়ে রয়েছে এই মেগা।

 

 

 

 

চতুর্থ হয়েছে 'জগদ্ধাত্রী' ও 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। ৬.৪ পেয়েছে যৌথভাবে এই স্থানে রয়েছে দুই ধারাবাহিক। গল্পের নতুন মোড়ে টিআরপিতে এখন বেশ ভালই ফল করতে দেখা যাচ্ছে 'জগদ্ধাত্রী'কে। এক সময় 'বাংলা সেরা' তকমা থাকলেও নতুন ধারাবাহিক আসায় নম্বর কমেছিল 'জগদ্ধাত্রী'র। তবে এবার নতুন ট্র্যাকে বেশ ভালই ফল করল এই মেগা। তবে কয়েক সপ্তাহ যেতে না যেতেই খেলা ঘুরেছে! 'ভবানী'র টিআরপি ধীরে ধীরে কমছে। যদিও গল্পের মোড়ে কী হবে তা নিয়ে আশাবাদী দর্শক। অন্যদিকে, পঞ্চমে রয়েছে 'ফুলকি' ও 'চিরদিনই তুমি যে আমার'। যৌথভাবে দুই ধারাবাহিক পেয়েছে ৬.১ নম্বর। আর্য-অপুর ভালবাসার ট্র্যাক দর্শকের আশা অনুযায়ী ফল করতে পারেনি যদিও। 

 

 

আরও পড়ুন: আমার ছবিতে মাতৃশক্তির আরাধনা, দেবী চৌধুরাণী মন্দিরের উদ্বোধনও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সবই সংযোগ: শুভ্রজিৎ

 

ষষ্ঠ স্থানে রয়েছে 'দাদামণি'। প্রাপ্ত নম্বর ৫.৯। সোম-পার্বতীর বিয়ের গল্প নিয়ে দারুণ জমেছে এই ধারাবাহিক। সপ্তমে ৫.৮ পেয়ে রয়েছে 'চিরসখা'। প্লুটোর মৃত্যুর ট্র্যাকে বেশ সাড়া ফেলেছিল এই ধারাবাহিক। প্রভাব দেখা গিয়েছিল টিআরপিতেও। তবে এখন সেই মোড় থেকে খানিকটা অন্যদিকে সরেছে এই মেগা। তাই নম্বর কমেছে খানিকটা। অষ্টমে রয়েছে এক সময়ের 'বেঙ্গল টপার' 'কথা'। পেয়েছে ৫.৫। 

 

 

 

নবমে জোড়া ধারাবাহিক। 'অনুরাগের ছোঁয়া' ও 'গৃহপ্রবেশ'। যৌথভাবে দুই ধারাবাহিক পেয়েছে ৫.১। এদিকে, অনুরাগের ছোঁয়া নতুনভাবে শুরু হয়েছে। নতুন প্রজন্ম নিয়ে এগোচ্ছে গল্প। এখন আর সূর্য-দীপা নেই। এসেছে রূপার মেয়ে সুদীপা। গল্প এগোবে এবার নতুনভাবে। একই স্লটে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। তাই নতুন গল্প টিআরপিতে কতটা প্রভাব ফেলবে এখন সেই দিকে নজর দর্শকের।‌ দশমে ৪.৮ নম্বরে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। ধারাবাহিকটি শেষ সপ্তাহে টিআরপিতে ছাপ ফেলে গেল। গত কয়েক সপ্তাহে এই মেগার সেভাবে দেখা মেলেনি, তবে শেষ সপ্তাহে গল্পের মোড়ে জায়গা করে নিল শ্যামলী-অনিকেতের গল্প।