নিজস্ব সংবাদদাতা: নতুন ধারাবাহিক শুরু হতেই রদবদল টিআরপি তালিকায়। যদিও প্রথম স্থান ধরে রাখল জি বাংলার 'পরিণীতা'। চলতি সপ্তাহে 'বাংলা সেরা' হয়ে এই মেগা পেল ৬.৮ নম্বর। এই নিয়ে পরপর ১০ সপ্তাহ ধরে নিজের জায়গা ধরে রাখল 'পারুল-রায়ান'-এর গল্প।
দ্বিতীয় স্থানে জায়গা করে নিল স্টার জলসার 'রাঙ্গামতি তীরন্দাজ'। বহুদিন পর আবার নম্বর বাড়িয়ে এই স্থানে দেখা গেল এই মেগাকে। 'একলব্য-রাঙ্গা'র প্রাপ্ত নম্বর ৬.৭। তৃতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। চতুর্থ স্থানে জায়গা করে নিল সদ্য শুরু হওয়া 'পরশুরাম'। স্টার জলসার এই ধারাবাহিক পেল ৬.৪। পঞ্চমে রয়েছে 'কথা'। পেয়েছে ৬.৩ নম্বর।
ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই মেগা। ৬.১ নম্বর পেয়ে যৌথভাবে এই স্থানে রয়েছে 'গীতা এলএলবি' ও 'ফুলকি'। সপ্তমে রয়েছে পরপর তিনটি ধারাবাহিক। 'গৃহপ্রবেশ','কোন গোপনে মন ভেসেছে'র সঙ্গে একই জায়গায় রয়েছে আরও এক নতুন মেগা 'চিরদিনই তুমি যে আমার'। তিন ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। অষ্টমে নম্বর বাড়িয়ে রয়েছে 'চিরসখা', পেয়েছে ৫.৫। নবমে ৫.৩ নম্বর পেয়ে রয়েছে 'মিত্তির বাড়ি'। চলতি সপ্তাহে খানিকটা নম্বর কমেছে এই মেগার। দশমে একসঙ্গে রয়েছে 'রোশনাই' ও 'অনুরাগের ছোঁয়া'। প্রাপ্ত নম্বর ৫.২।
