সংবাদসংস্থা মুম্বই: ছবির জগতে খুব বেশি দেখা না গেলেও জনপ্রিয় নায়িকাদের বিশেষ বন্ধু তিনি৷ মাঝেমধ্যেই তারকাদের সঙ্গে নৈশ পার্টিতে দেখা যায় তাঁকে। শুধু তিনি নন, তাঁর দিদির জীবনেও রয়েছে নানা কাহিনি৷ ডিভোর্সের পর বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেম এবং সেই প্রেমও ভেঙে চুরমার৷ ফলে বলিউডে জনপ্রিয় দুই বোনের জীবনে রয়েছে অনেক গল্প৷ এই নায়িকা আর কেউ নন, অমৃতা আরোরা৷ মালাইকা আরোরার ছোট বোন৷
খুব বেশি ছবিতে অভিনয় না করলেও, বলিউডে তিনি বেশ জনপ্রিয়৷ ছবি করার পাশাপাশি রিয়েলিটি শোতেও দেখা গিয়েছে। ছবির জগতে সেভাবে নাম না করতে পারলেও, বাস্তবে তাঁর জীবন ছবির গল্প থেকে কিছু কম নয়৷ ২০০২ -এ 'কিতনে দূর কিতনে পাস' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ছবিটি বক্স অফিসে তেমন ভাল ফল করতে না পারলেও প্রচারের আলোয় এসেছিলেন অমৃতা।
কেরিয়ারের শুরুতে অর্থাৎ ২০০৪ সালে পাক বংশোদ্ভূত ইংল্যান্ডের ক্রিকেটার উসমানের প্রেমে পড়েন অমৃতা। উসমান যখন ভারতে আসতেন, তখন দু'জনেকেই দেখা যেত একসঙ্গে সময় কাটাতে। তবে সেই প্রেম টেকেনি৷ কিন্তু এই কারণে নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। এরপর ২০০৬-এ বান্ধবী নিশার স্বামী শাকিলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অমৃতার। এই ঘটনার জেরে শাকিল ও নিশার সংসারে অশান্তি শুরু হয়। অবশেষে ২০০৮ সালে নিশার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শাকিলের। তারপর অমৃতাকেই বিয়ে করেন শাকিল। বলিপাড়ার কানাঘুষো, বিয়ের আগেই নাকি অন্তঃসত্ত্বা হন অমৃতা।
